তামিলনাডুর দুর্যোগে ক্ষতিগ্রস্তদের স্বান্ত্বনা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “তামিলনাড়ুর দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য আমার হৃদয় ভারাক্রান্ত। সেখানে ঘূর্ণিঝড় মিগজাউম ১৬ জন মানুষের প্রাণ নিয়েছে। এ ছাড়াও অনেক ক্ষতি করেছে। আমার ভ্রাতৃসম মুখ্যমন্ত্রী এম কে স্টালিন দুর্যোগ ব্যবস্থাপনায় বীরত্বের সাথে নেতৃত্ব দিচ্ছেন। আমি তাঁকে এবং চেন্নাই এবং তামিলনাড়ুর দুঃস্থ মানুষের প্রতি আমার সংহতি ও সমর্থন প্রকাশ করছি। অন্ধ্রপ্রদেশের ক্ষতিগ্রস্তদের প্রতিও সমর্থন ও সংহতি জানাই।”
প্রসঙ্গত, তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরিতে ধ্বংসলীলা চালিয়ে এখন অনেকটাই দুর্বল মিগজাউম। ঘূর্ণিঝড়ের প্রভাবে অঝোরধারায় বৃষ্টি হয়েছে চেন্নাইতে। শহর চলে গিয়েছিল জলের তলায়। এখনও সেই জল পুরোপুরি না নামলেও পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে।বৃষ্টিপাত হচ্ছে এখনও। সোমবার থেকে বৃষ্টির তীব্রতা একটু একটু করে কমেছে। ঝড়ে কার্যত থেমে গিয়েছিল জীবনযাপন। একের পর এক মৃত্যু হয়েছে এই প্রাকৃতিক বিপর্যয় জনিত কারণে। মঙ্গলবার, চেন্নাই পুলিশ জানায়, শহরে ঘূর্ণিঝড়ের কারণে বিভিন্ন ঘটনায় ১৭ জন ব্যক্তি প্রাণ হারিয়েছে। আইএমডি জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ নিম্নচাপ হয়ে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে অবস্থান করছে।