দিল্লির মাটিতে আরসিবি মহিলাদের আইপিএল জিততেই ভেসে এল তাঁর বার্তা। বিজয় মাল্য। আরসিবির প্রাক্তন মালিক। ঋণখেলাপির দায়ে বিদেশে ‘পলাতক’ মাল্য সমাজমাধ্যমে বার্তা দিলেন বিরাট কোহলিদের।
এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে মাল্য লেখেন, “মহিলাদের আইপিএল জেতায় আরসিবির মহিলা দলকে শুভেচ্ছা। খুব ভাল হয় যদি আরসিবির পুরুষদের দল এ বার আইপিএল জেতে। অনেক বছর ধরে এই ট্রফি পাওনা আছে।” কোহলিদের আগাম শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
২০০৮ সালে আইপিএলের শুরুতে আরসিবির মালিক ছিলেন মাল্য। পরের কয়েক বছর তিনিই দল সামলেছেন। আরসিবির হোম ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে মাল্য ও তাঁর ছেলে সিদ্ধার্থকে প্রায়ই দেখা যেত। ২০১৬ সালে ঋণখেলাপির দায়ে অভিযুক্ত হন মাল্য। তার পর থেকে বিদেশে তিনি। ২০১৬ সাল থেকে বদলে যায় আরসিবির মালিকানাও। এখন এই দলের সঙ্গে মাল্যের কোনও সম্পর্ক নেই। তার পরেও পুরনো দলের ট্রফি জিততে না পারা যে এখনও তাঁকে হতাশ করে তা মাল্যের কথা থেকেই স্পষ্ট।
মহিলাদের আইপিএলে এটি দ্বিতীয় মরসুম। প্রথম মরসুমে আরসিবি প্লে-অফে না উঠলেও এ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। অন্য দিকে পুরুষদের আইপিএলে ১৬ বছরেও জিততে পারেনি আরসিবি। ২০০৯, ২০১১ ও ২০১৬ সালে তিন বার ফাইনাল খেলেছেন কোহলিরা। কিন্তু তিন বারই হারতে হয়েছে তাঁদের। এখন দেখার, মহিলাদের মতো এ বার পুরুষদের ভাগ্যেও বদল হয় কি না।