রাজ্য পুলিশে বড় রদবদল হল, মালদহের প্রদীপ যাদব-সহ বদলি ১০ পুলিশ সুপার, তবে ফাঁকা রইল পূর্ব মেদিনীপুর

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া চলাকালীনই এ বার বড় রদবদল হল ডেপুটি কমিশনার, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার পদে। বৃহস্পতিবার ১০টি জেলার পুলিশ সুপারদের বদলির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্ন। সেই তালিকায় অন্যতম নাম মালদহের এসপি প্রদীপ যাদব। চলতি বছরের গোড়ায় জেলা তৃণমূলের তৎকালীন সহ-সভাপতি দুলালচন্দ্র (বাবলা) সরকার থেকে শুরু করে গত মঙ্গলবার ওবায়দুল্লা খান পর্যন্ত শাসকদলের একের পর এক নেতা-কর্মী খুন হয়েছেন উত্তরবঙ্গের ওই জেলায়। প্রদীপের জমানায় মানিকচকে জনতার বিক্ষোভে গুলি চালানোরও অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। পুলিশ সুপারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে বার বার।

নবান্নের বিজ্ঞপ্তি জানাচ্ছে, প্রদীপকে উত্তর দিনাজপুর জেলা ট্র্যাফিক পুলিশের সুপার পদে বদলি করা হয়েছে। পুরুলিয়া জেলার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে মালদহ জেলার এসপি নিযুক্ত করা হয়েছে। অন্য দিকে, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্যকে বাঁকুড়ার সুপার পদে বদলি করা হলেও কোনও অফিসারকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়নি। পূর্ব মেদিনীপুরের এসপি পদটি এখন ফাঁকা রয়েছে। ওই জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) নিখিল আগরওয়ালকেও বদলি করা হয়েছে বাঁকুড়়ায়। ঝাড়গ্রাম জেলার এসপি অরিজিৎ সিংহের পদোন্নতি হয়েছে মেদিনীপুর রেঞ্জের ডিআইজি পদে। বাঁকুড়া জেলার এসপি বৈভব তিওয়ারিকে পাঠানো হয়েছে পুরুলিয়া জেলার এসপি পদে।

নবান্নের বিজ্ঞপ্তি জানাচ্ছে, আলিপুরদুয়ার জেলার এসপি ওয়াই রঘুবংশীকে জলপাইগুড়ি জেলার এসপি হয়েছেন। ইন্টেলিজেন্স ব্রাঞ্চে (আইবি) সিনিয়র সুপার সচিনকে নিউ টাউনের ডিসি পদে পাঠানো হয়েছে। পশ্চিম মেদিনীপুরের এসপি ধৃতিমান সরকারকে পাঠানো হয়েছে আইবি-র সিনিয়র সুপার পদে। জলপাইগুড়ি জেলার সুপার কে উমেশ গণপতকে জলপাইগুড়ি জেলার এসপি পদে বদলি করা হয়েছে। রায়গঞ্জ পুলিশ জেলার সুপারকে সানা আখতারকে হয়েছেন আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডিসি (ওয়েস্ট জ়োন)। বারুইপুর পুলিশ জেলার এসপি পলাশচন্দ্র ঢালিকে পশ্চিম মেদিনীপুরের এসপি করে পাঠানো হচ্ছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজ্য পুলিশের ১৭৫ জন ইন্সপেক্টরের রদবদল হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.