মহারাষ্ট্র কোনও মূল্যে বীর সাভারকারের অপমান সহ্য করবে না। কংগ্রেস নেতা রাহুল গান্ধী স্বতঃস্ফূর্তভাবে বীর সাভারকরের প্রসঙ্গে মতামত নিয়ে একথা সাফ জানিয়েছেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) নেতা তথা রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত। রাহুলের ভারত জোড়ো যাত্রার ইস্যু হল মূল্যস্ফীতি, বেকারত্ব ও বিদ্বেষের রাজনীতির অবসান ঘটানো। রাহুল গান্ধী বীর সাভারকরের ইস্যু উত্থাপন করলে মহাবিকাশ আঘাড়িতে আঘাত হতে পারে।
সঞ্জয় রাউত শুক্রবার সাংবাদিকদের বলেন, শিবসেনা দীর্ঘদিন ধরে বীর সাভারকরকে সমর্থন করে আসছে। আজকে যারা বীর সাভারকরের ইস্যু তুলছেন শুধুমাত্র রাজনীতির জন্য, আগে বীর সাভারকর তাদের এজেন্ডায় ছিলেন না। বীর সাভারকরকে সমর্থন করা মানে তার চিন্তাভাবনাকে আত্মস্থ করা। যারা বীর সাভারকরের নামে রাজনীতি করছেন তাদের অবিলম্বে বীর সাভারকরকে ভারতরত্ন দেওয়া উচিত। কেউ এর বিরোধিতা করবে না।
প্রসঙ্গত, রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রার সময় বলেছিলেন যে বীর সাভারকর তাঁর সাজা কমানোর জন্য ব্রিটিশদের কাছে চিঠি লিখে ক্ষমা চেয়েছিলেন। এই বক্তব্যে রাহুল গান্ধীর বিরুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে মহারাষ্ট্রের পরিবেশ। রাহুল গান্ধীর বিরুদ্ধে দাদর থানায় মামলা দায়ের করেছেন বীর সাভারকারের নাতি রঞ্জিত সাভারকর।