হাড়হিম ঘটনা! নিজের স্ত্রীকে গায়ে পেট্রোল ঢেলে জ্যান্ত পুড়িয়ে দিল স্বামী।
2/6
ঘটনাটি ঘটে, মহারাষ্ট্রের পারভানি জেলায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মুম্বই থেকে প্রায় ৫২০ কিমি দূরে গঙ্গাখেদ নাকায় কুন্ডলিক উত্তম কালে তার স্ত্রী ময়নাকে খুন করে।
3/6
ময়নার বোনের অভিযোগ, ময়না তিন কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য প্রায়ই তাদের মধ্যে ঝামেলা হত। এবং কুন্ডলিক নানানভাবে তার স্ত্রীকে কটূক্তি করতে থাকত।
4/6
পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে এই নিয়েই তাদের মধ্যে ঝগড়া বাঁধে। বচসা চরমে পৌঁছে কুন্ডলিক ময়নার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
5/6
আগুন লাগা অবস্থায় ময়না চিত্কার করে ঘর থেকে বেরিয়ে যায়। চারিদিকে দৌড়দৌড়ি করতে লাগে। আশেপাশের লোকজন আগুন নেভানোর নানাভাবে চেষ্টা করে। সারা গায়ে আগুন লেগে যাওয়ায়, সে মারাত্মকভাবে পুড়ে যায়। কোনক্রমে আগুন নেভানো গেলে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু যাওয়ার পথেই ময়না মারা যায়।
6/6