Maharashtra Crisis: শাহ দরবারে শিন্ডে, ফডণবীস, মন্ত্রিসভা চূড়ান্ত হবে মোদী এবং নড্ডার সঙ্গে সাক্ষাতে

মহারাষ্ট্রে পরবর্তী মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত করতে দিল্লি গিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। স্বরাষ্ট্রমন্ত্রী শাহ শাহের সঙ্গে শুক্রবার রাতে তাঁদের বৈঠকে পরবর্তী মন্ত্রিসভার খসড়া প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে বলে বিজেপি একটি সূত্রের খবর। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি জেপি নড্ডার সঙ্গে শিন্ডে-ফডণবীসের বৈঠকে মন্ত্রীদের নাম চূড়ান্ত হতে পারে।

আগামী সপ্তাহের গোড়াতেই শপথ নেবেন নয়া মহারাষ্ট্রের বিদ্রোহী শিবসেনা-বিজেপি জোট সরকারের মন্ত্রীরা। প্রসঙ্গত, গত ৩০ জুন শিন্ডে এবং ফডণবীস শপথ নিলেও মহারাষ্ট্রে পরবর্তী মন্ত্রিসভা এখনও গঠিত হয়নি। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ করে শিন্ডে এবং তাঁর অনুগামীরা গুয়াহাটির রিসর্টে আশ্রয় নেওয়ার পর গত ২৯ জুন দিল্লি গিয়ে শাহ এবং নড্ডার সঙ্গে বৈঠক করেছিলেন ফডণবীস। সেখানে ‘ফর্মুলা সিক্স’ মেনে পরবর্তী মন্ত্রিসভার প্রাথমিক রূপরেখা তৈরি হয়েছিল বলে সূত্রের খবর। অর্থাৎ, প্রতি ছ’জন বিধায়ক পিছু এক জন করে মন্ত্রী।


শিন্ডে শিবিরে বিদ্রোহী শিবসেনা বিধায়ক সংখ্যা বর্তমানে ৪০। অন্তত ন’জন নির্দল এবং ওমপ্রকাশ বাবুরাও কাড়ু ওরফে বাচ্চুর নেতৃত্বাধীন প্রহার জনশক্তি পার্টির দুই বিধায়ক রয়েছেন শিন্ডে শিবিরে। এঁদের মধ্যে রয়েছেন আটজন মন্ত্রীও। অন্য দিকে, বিজেপির ১০৬ জন বিধায়কের পাশাপাশি বেশ কয়েক জন নির্দলও রয়েছেন ফডণবীসের দিকে। সূত্রের খবর, এই পরিস্থিতিতে নতুন সরকারে বিজেপির ২৫ জনকে মন্ত্রী করা হতে পারে। ১৩ জন মন্ত্রী হতে পারেন শিন্ডে শিবির থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.