Madhyamik 20222 Rules: কোভিড আবহে একবছর পর ফের হচ্ছে মাধ্যমিক, পরীক্ষা কেন্দ্রে মানতে হবে যেসব নিয়ম

1/6পরীক্ষা কেন্দ্রে যাতে করোনাভাইরাসের সংক্রমণ না ছড়িয়ে পড়ে, তার জন্য বাড়তি সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। পেন, পেনসিল, স্কেলের মতো কোনও সামগ্রী অন্য পরীক্ষার্থীর থেকে চেয়ে ব্যবহার করা যাবে না।  (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

এদিকে পরীক্ষার সময়ও পড়ুয়াদের মুখে মাস্ক পরে থাকতে হবে। স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক। তাছাড়া পরীক্ষাকেন্দ্রে পড়ুয়াদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এদিকে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে আইসোলেশন রুম থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
2/6এদিকে পরীক্ষার সময়ও পড়ুয়াদের মুখে মাস্ক পরে থাকতে হবে। স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক। তাছাড়া পরীক্ষাকেন্দ্রে পড়ুয়াদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এদিকে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে আইসোলেশন রুম থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
https://8d0f8f437650721f8703414d3455b199.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
প্রতিবারের মতোই এবারও পরীক্ষাকেন্দ্রে স্মার্টফোন, স্মার্ট ঘড়ি, ইলেকট্রনিকস গ্যাজেট নিয়ে যাওয়া যাবে না। পরীক্ষার সময় রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ডয়চে ভেলে)
3/6প্রতিবারের মতোই এবারও পরীক্ষাকেন্দ্রে স্মার্টফোন, স্মার্ট ঘড়ি, ইলেকট্রনিকস গ্যাজেট নিয়ে যাওয়া যাবে না। পরীক্ষার সময় রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ডয়চে ভেলে)
https://8d0f8f437650721f8703414d3455b199.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
পরীক্ষা শুরু হবে সকাল বেলা ১২টা। তবে পড়ুয়াদের প্রথম দিন ১১ টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে ঢুকে যেতে হবে। ১৫ মিনিটে আগেই প্রশ্নপত্র দেওয়া হবে। দ্বিতীয় দিন থেকে ১১ টা ১৫ মিনিটে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন পড়ুয়ারা। পরীক্ষা চলবে দুপুর তিনটে পর্যন্ত। অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন ছাড়া পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না পড়ুয়ারা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/6পরীক্ষা শুরু হবে সকাল বেলা ১২টা। তবে পড়ুয়াদের প্রথম দিন ১১ টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে ঢুকে যেতে হবে। ১৫ মিনিটে আগেই প্রশ্নপত্র দেওয়া হবে। দ্বিতীয় দিন থেকে ১১ টা ১৫ মিনিটে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন পড়ুয়ারা। পরীক্ষা চলবে দুপুর তিনটে পর্যন্ত। অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন ছাড়া পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না পড়ুয়ারা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
https://8d0f8f437650721f8703414d3455b199.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
প্রশ্নফাঁস রুখতে পরীক্ষার্থীদের শৌচালয়ে যাওয়া নিয়েও নির্দেশিকা জারি করেছে শিক্ষা দফতর। জানিয়ে দেওয়া হয়, পরীক্ষা শুরুর প্রথম এক ঘণ্টা ১৫ মিনিট শৌচালয়ে যেতে পারবে না পরীক্ষার্থীরা। দুপুর ১.১৫ মিনিটের আগে হল থেকে কেউ বাইরে যাওয়ার অনুমতি পাবে না। এর আগে বাথরুম বা অন্য কারণে হলের বাইরে যাওয়ার অনুমতি মিলত ৪৫ মিনিট পরে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
5/6প্রশ্নফাঁস রুখতে পরীক্ষার্থীদের শৌচালয়ে যাওয়া নিয়েও নির্দেশিকা জারি করেছে শিক্ষা দফতর। জানিয়ে দেওয়া হয়, পরীক্ষা শুরুর প্রথম এক ঘণ্টা ১৫ মিনিট শৌচালয়ে যেতে পারবে না পরীক্ষার্থীরা। দুপুর ১.১৫ মিনিটের আগে হল থেকে কেউ বাইরে যাওয়ার অনুমতি পাবে না। এর আগে বাথরুম বা অন্য কারণে হলের বাইরে যাওয়ার অনুমতি মিলত ৪৫ মিনিট পরে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
https://8d0f8f437650721f8703414d3455b199.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ও নকল রুখতে রাজ্যের বিভিন্ন জায়গায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। এর জেরে সেই এলাকায় বসবাসরত সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হতে পারে।  (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/6প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ও নকল রুখতে রাজ্যের বিভিন্ন জায়গায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। এর জেরে সেই এলাকায় বসবাসরত সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হতে পারে।  (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.