আপাতত অনেকটাই সুস্থ মাধবী মুখোপাধ্যায়। তিন দিন আগে হাসপাতালে ভর্তি হন তিনি।
বর্ষীয়ান অভিনেত্রীর শরীরে রক্তাল্পতার কারণ খতিয়ে দেখতেই শনিবার এন্ডোস্কোপি করানো হয়। পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক আসে। ক্ষুদ্রান্ত্রে কোথাও কোনও জটিলতা নেই। তবে রক্তে শর্করার মাত্রায় এখনও হেরফের রয়েছে। সে জন্য আরও কিছু দিন বেসরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে অভিনেত্রীকে, এমনটাই হাসপাতাল সূত্রে খবর।
শুক্রবার রক্তের একাধিক পরীক্ষা করা হয়েছিল অভিনেত্রীর। তবে আশঙ্কাজনক কিছু মেলেনি। শর্করা পরীক্ষা ছাড়াও সোডিয়াম, পটাশিয়াম পরীক্ষা হয়েছে। শরীরে সোডিয়ামের পরিমাণ সামান্য কম থাকলেও তা আপাতত উদ্বেগের পর্যায়ে নয় বলেই চিকিৎসকদের মতামত। কোভিড পরীক্ষাও হয়েছে মাধবীর। সেই রিপোর্ট নেগেটিভ এসেছে বলে হাসপাতাল সূত্রে খবর।
আরও কিছু দিন পর্যবেক্ষণে থাকার পরেই হাসপাতাল থেকে তাঁর ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এক চিকিৎসক।
শুক্রবার সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেত্রী। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় আলিপুরের ওই বেসরকারি হাসপাতালে। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই রক্তাল্পতার সমস্যায় ভুগছিলেন ‘চারুলতা’। রক্তে শর্করার পরিমাণও বেশি। এ ছাড়াও রয়েছে একাধিক শারীরিক জটিলতা।