LPG Cylinder: উজ্জ্বলা যোজনায় প্রতি সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকির সময়সীমা বাড়াল কেন্দ্র

আরও এক সুখবর দিল কেন্দ্র! প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাস সিলিন্ডারে ভর্তুকির সময়সীমা বাড়ল। ভর্তুকির সময়সীমা একেবারে এক বছর বাড়াল কেন্দ্র। অর্থাত্‍ LPG সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি আরও একবছর পাবে উজ্জ্বলা যোজনায় (PM Ujjwala Yojana) অন্তর্ভুক্ত গ্রাহকেরা।

শুক্রবারই কেন্দ্রের তরফে একথা ঘোষণা করা হয়েছে। ফলে মূল্যবৃদ্ধির বাজারে কিছুটা স্বস্তি পেল সাধারণ মানুষ।

এদিন LPG সিলিন্ডারে ভর্তুকির সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। তিনি জানান, সরকার উজ্জ্বলা যোজনায় প্রতি ১৪.২ কেজির LPG সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি আরও একবছর দেবে। এর ফলে উপকৃত হবে ১.৬ কোটি পরিবার।

প্রসঙ্গত, মূল্যবৃদ্ধি ঠেকাতে এর আগে LPG সিলিন্ডার পিছু ২০০ টাকা করে ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছিল নরেন্দ্র মোদীর সরকার। বছরে মোট ১২টি সিলিন্ডারের জন্য এই ভর্তুকি পাওয়া যাবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়। কেবল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় অন্তর্ভুক্ত গ্রাহকেরাই এই সুবিধা পান। তবে চলতি বছরই এই ভর্তুকির সময়সীমা শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু, বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে গ্রাহকদের স্বস্তি দিতে রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকির সময়সীমা আরও একবছর বাড়ানোর কথা ঘোষণা করল নরেন্দ্র মোদীর সরকার। ফলে অনেকটাই স্বস্তি পেল সাধারণ মানুষ। তবে সামনেই লোকসভা নির্বাচন। এছাড়া নানা ইস্যুতে উত্তাল হয়ে রয়েছে গোটা দেশ। এই পরিস্থিতিতে জনগণের মন টানতেই সরকার রান্নার গ্যাসের ভর্তুকির সময়সীমা বাড়াল বলে দাবি রাজনৈতিক মহলের।

প্রসঙ্গত, এদিনই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ৪ শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করেছে নরেন্দ্র মোদীর সরকার। এদিনই সপ্তম পে কমিশনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ৩৮ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশ দাঁড়াল। সরকারি কর্মচারী থেকে পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন। ডিএ নিয়ে এই ঘোষণার পরই রান্নার গ্যাস সিলিন্ডারে ভর্তুকির কথা ঘোষণা করল কেন্দ্র। অর্থাত্‍ একইসঙ্গে দেশবাসীকে জোড়া উপহার মোদী সরকারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.