LPG Cylinder Price: এলাফে ১৩৫ টাকা কমলিন্ডারের দাম, কলকাতায় ককততেল LPG সি বিকোচ্ছে গ্যাস?

1/4আজ জানিয়ে দেওয়া হল আজ ইন্ডেন সিলিন্ডার ১৩৫ টাকা সস্তা হচ্ছে। পেট্রোলিয়াম কোম্পানি ইন্ডিয়ান অয়েল ১৯ কেজি ওজনের বাণিজ্যিক সিলিন্ডারের (কমার্শিয়াল সিলিন্ডার) দামে এই ছাড়ের ঘোষণা করেছে। 

2/4তবে জ্বালানি সংস্থার ঘোষণায় ঘরোয়া এলপিজি সিলিন্ডার গ্রাহকরা কোনও স্বস্তি পাননি। ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডার সস্তাও হয়নি আবার এর দামও বাড়েনি আজ। এটি এখনও ১৯ মে-এর ঘোষিত হারে উপলব্ধ।

3/4এর আগে মে মাসে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের গ্রাহকরা দুবার ধাক্কা খেয়েছিলেন। ৭ মে প্রথমবারের মতো গার্হস্থ্য সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল এবং ১৯ মে ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ফের একবার বাড়ানো হয়েছিল। 

4/4আজ অর্থাৎ ১ জুন, ১৯ কেজি সিলিন্ডারে দাম কমার ফলে দিল্লিতে ২৩৫৪-এর পরিবর্তে ২২১৯ টাকায় মিলছে ১৯ কেজির সিলিন্ডার, কলকাতায় ২৪৫৪-এর পরিবর্তে ২৩২২ টাকায় মিলছে বাণিজ্যিক সিলিন্ডার, মুম্বইতে ২৩০৬-এর পরিবর্তে ২১৭১.৫০ এবং চেন্নাইতে ২৫০৭-এর পরিবর্তে ২৩৭৩ টাকায় বিক্রি হচ্ছে ১৯ কেজির সিলিন্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.