শিবরাত্রির পুজো সেরে ঘুরতে বেড়িয়ে বাইক দুর্ঘটনায় প্রাণ হারালো প্রেমিকা। প্রেমিকের অবস্থা
আশঙ্কাজনক।
শানিবার মহাশিবরাত্রির রাতে এই ঘটনা ঘটে গঙ্গাজলঘাঁটি থানার মেজিয়া বিদ্যুৎ প্রকল্প লাগোয়া দুর্লভপুর-বড়জোড়া শিল্প করিডোরের লাগাপাড়া মোড়ের কাছে। ওই প্রেমিক-প্রেমিকা ছিলেন একটি মোটর বাইকে। রাত ১১টা ২০ নাগাদ তারা বড়জোড়ার দিক থেকে দুর্লভপুর অভিমুখে ফিরছিলেন। অনুমান, লাগাপাড়া মোড় পেরিয়ে তাদের বাইকে কোনো দ্রুতগতি সম্পন্ন গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়। বাইক সহ দুজনেই রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর জখম হন। গঙ্গাজলঘাঁটি থানার টহলদারি গাড়ির পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে অমরকানন গ্রামীণ হাসপাতাল নিয়ে যান। সেখানে চিকিৎসকরা প্রেমিকা তরুণীকে মৃত বলে ঘোষণা করেন এবং প্রেমিক যুবককের অবস্থার অবনতি ঘটলে তাকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
হাসপাতাল সুত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে, মৃত যুবতীর নাম সাথী বাউরি
(১৮) ও গুরুতর জখম তাপস লোহার (২১)। দুজনেরই বাড়ি গঙ্গাজলঘাঁটি থানার কেন্দুয়াডিহি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাথী ও তাপসের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। শনিবার সাথী শিবররাত্রির পুজো দিতে এসে তাপসের বাইকে ঘুরতে বেরিয়েছিল। ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।