বড়দিনে দেশে সামান্য কমল করোনার দৈনিক সংক্রমণ৷ রবিবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৯৮৭ জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন৷ এর আগের দিন দেশে করোনা সংক্রমিত হয়েছিল ৭ হাজার ১৮৯ জন৷ এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাতজনের শরীরে ওমিক্রন ভাইরাসের হদিশ মিলেছে। গতকাল দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ছিল ৪১৫৷ আজ তা ৪২২৷
দেশে সবচেয়ে বেশি ওমিক্রন সংক্রমণের খবর মিলেছে মহারাষ্ট্র থেকে৷ সেখানে মোট ওমিক্র সংক্রমিতের সংখ্যা ১০৮। তার মধ্যে এখনও ৬৬ জন চিকিত্সাধীন রয়েছেন। তারপরই তালিকায় রয়েছে রাজধানী দিল্লি৷ সেখানে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৭৯। তাদের মধ্যে এখনও ৫৬ জন চিকিত্সাধীন আবস্থায় হাসপাতালে রয়েছেন। তাছাড়া গুজরাতে ৪৩, তেলাঙ্গানায় ৪১, কেরলে ৩৮, তামিলনাড়ুতে ৩৪, কর্ণাটকে ৩১ ও রাজস্থানে ২২ জনের শরীরে করোনর নয়া ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে গত কয়েকদিনে। পশ্চিমবঙ্গে মোট ওমিক্র আক্রান্তের সংখ্যা ৬। ট্রেন্ডিং স্টোরিজ
এদিকে স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ১৬২ জন। আগের দিনের তুলনায় অনেক কম মানুষ মারা গিয়েছে বড়দিনে৷ আগের দিন মৃতের সংখ্যা ছিল ৩৮৭৷ দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৯ হাজার ৬৮২ জন। তাছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৯১ জন৷ এর আগের দিন ৭ হাজার ২৮৬ জন সুস্থ হয়েছিলেন৷ দেশে মোট ৩ কোটি ৪২ লক্ষ ৩০ হাজার ৩৫৪ জন রোগী করোনা থেকে সেরে উঠেছেন।