জয়সলমেরে সীমান্ত আউটপোস্টে বিএসএফ জওয়ানদের সঙ্গে বসে খাবার খেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সঙ্গে কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী গজেন্দ্র শেখাওয়াতও ছিলেন। সৈনিক সম্মেলন উপলক্ষে সেখানে গিয়েছিলেন অমিত শাহ। সংবাদ সংস্থা এএনআই-এর প্রকাশিত ছবিতে অমিত শাহকে জওয়ানদের সঙ্গে বসে খাবার খেতে দেখা যায়।
সৈনিক সম্মেলনে জওয়ানদের সম্বোধন করার সময় অমিত শাহ বলেন যে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার বিএসএফ সৈন্যদের ৪.৫ লক্ষ স্বাস্থ্য কার্ড প্রদান করেছে। এটা তাঁদের এবং তাঁদের পরিবারকে দ্রুত এবং মানসম্পন্ন চিকিৎসা পেতে সহায়তা করবে।
অমিত শাহ বলেন, ‘সিএপিএফ জওয়ান এবং তাঁদের পরিবারকে কার্ড দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন। এর মাধ্যমে তাঁরা এবং তাঁদের পরিবার যেকোনও হাসপাতালে যেকোনও রোগের চিকিৎসা পাবেন। হাসপাতালে কার্ড সোয়াইপ করলেই প্রক্রিয়া শুরু হবে। আমি বিশ্বাস করি যে ফেব্রুয়ারির শেষের দিকে আমরা সমস্ত জওয়ান এবং তাঁদের পরিবারকে কার্ড দেওয়ার লক্ষ্য পূরণ করতে সক্ষম হব।’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমি বহু বছর ধরে সীমান্ত এলাকায় কাজ করেছি বলে বিএসএফের সাথে আমার দীর্ঘ সম্পর্ক রয়েছে। বিএসএফ সীমান্ত পাহারা দেওয়ার জন্য, কিন্তু তাঁরা অভ্যন্তরীণ নিরাপত্তাও প্রদান করে। বহু বছরের অভিজ্ঞতার থেকে আমি এটা খুবই আনন্দিত হয়ে বলতে পারি যে সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের সাথে বিএসএফের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।’