প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। এপ্রিল-মে-তেই লোকসভা ভোট হওয়ার সম্ভাবনা। ৯ মার্চের পর দিনক্ষণ ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন। সূত্রের খবর তেমনই।
সূত্রে খবর, গত কয়েক দিন ধরে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে বিভিন্ন রাজ্যের যাচ্ছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। জম্মু-কাশ্মীরের পরিস্থিতি কেমন? ভোটের সময়ে কত কোম্পানি বাহিনী পাওয়া যাবে? মার্চের ৮ ও ৯ তারিখ সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। এরপর কাশ্মীরে যাবেন কমিশনে আধিকারিক। খতিয়ে দেখবেন, লোকসভা ভোটের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোটও করা যায় কিনা। কবে? মার্চে ১২ ও ১৩ তারিখ।
২০১৯ সালেও লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছিল মার্চে। দিনটা ছিল ১০ মার্চ। ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ভোট হয়েছিল ৭ দফায়। ফল ঘোষণা? ২৩ মে।
এদিকে লোকসভা ভোটে বিজেপির জন্য ৩৭০ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন মোদী। দিল্লিতে দলের জাতীয় অধিবেশনের সমাপ্তি ভাষণে তিনি বলেন, ‘লোকসভা ভোটে সবচেয়ে বেশি আসন বিজেপিই পাবে। NDA-কে ৪০০ আসনের বেশি পেতে হবে। বিজেপিকে ৩৭০-র মাইলস্টোন পেরোতেই হবে’।