Loksabha Election 2024 BJP Candidate list: বারাণসীতে নমো, গান্ধীনগরে শাহ! বাংলার ২০ সহ মোট ১৯৫ প্রার্থীর নাম ঘোষণা বিজেপির

ভোটের দিন ঘোষণার আগেই বিজেপির প্রার্থী ঘোষণা। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে ১৯৫ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। ১৬টি রাজ্যের ১৯৫টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করল কেন্দ্রীয় নির্বাচন কমিটি। বারাণসী থেকেই লড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর অমিত শাহ লড়বেন গান্ধীনগর থেকে। ১৯৫ জনের প্রার্থী তালিকায় মোট ২৮ জন মহিলা প্রার্থী রয়েছেন। এসসি ২৭, এসটি ১৮, ওবিসি ৫৭ জন প্রার্থী রয়েছেন এই ১৯৫ জনের প্রার্থী তালিকায়। ৪৭ জন পঞ্চাশেরও কম বয়সী প্রার্থী। এই ১৯৫ জনের প্রার্থী তালিকায় বাংলার ২০, উত্তর প্রদেশের ৫১, গুজরাটের ১৫, রাজস্থানের ১৫, কেরলের ১২,  তেলাঙ্গানা ৯, অসম ১১, ঝাড়খণ্ড ১১, দিল্লি ৫,  গোয়া ১ ও ত্রিপুরার ১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি।

একনজরে প্রার্থী তালিকার হাইলাইটস:

বারাণসী – নরেন্দ্র মোদী
গান্ধীনগর – অমিত শাহ
নয়াদিল্লি- বাঁশুরী স্বরাজ
বিদিশা – শিবরাজ সিং চৌহান।
আলোয়ার – ভূপেন্দ্র যাদব
কোটা – ওম বিড়লা
ত্রিপুরা পশ্চিম – বিপ্লব দেব
মথুরা – হেমা মালিনী
লাখিমপুর – অজয় মিশ্র টেনি
আমেঠি – স্মৃতি ইরানি

ওদিকে বাংলায় প্রার্থীদের মধ্যে রয়েছেন-
কোচবিহার – নিশীথ প্রামাণিক
জয়নগর – অশোক কাণ্ডারি
হাওড়া – রথীন চক্রবর্তী
কাঁথি – সৌমেন্দু অধিকারী
আসানসোল – পবন সিং
হুগলি – লকেট চ্যাটার্জি
বিষ্ণুপুর – সৌমিত্র খাঁ
আলিপুরদুয়ার – মনোজ টিগ্গা
ঘাটাল – হিরণ চ্যাটার্জি
বাঁকুড়া – সুভাষ সরকার
মালদা উত্তর – খগেন মুর্মু
মালদা দক্ষিণ – শ্রীরূপা মৈত্র

বৃহস্পতিবার মধ্যরাতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ৪ ঘণ্টার সেই বৈঠকেই লোকসভা আসনের জন্য বিজেপি প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে বলে সূত্রের খবর। শোনা গিয়েছিল, ২০১৯-এর লোকসভা নির্বাচনে যে সব আসনে খুব কম মার্জিনে বিজেপিকে হারতে হয়, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সেই সব আসনকে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত সপ্তাহেই ‘দুর্বল’ আসন, যেগুলি চব্বিশের লোকসভা ভোটে বিজেপিকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে, সেগুলি নিয়ে বৈঠকে বসেছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.