শিয়রে লোকসভা ভোট। রাজ্যে আসছে আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কবে? চলতি সপ্তাহেই। কমিশন সূত্রে তেমনই খবর।
হাতে আর মাত্র ১১ দিন। এ রাজ্যে প্রথম দফায় ভোট ৩ কেন্দ্রে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার। বুথের সংখ্যা ৫৮১৪। কমিশন সূত্রে খবর, প্রতিটি বুথে যদি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়, সেক্ষেত্রে বিধানসভা পিছু কমপক্ষে ১৫ কোম্পানি বাহিনী প্রয়োজন। সেই হিসেবে তিনটি লোকসভা কেন্দ্রের জন্য লাগবে মোট ৩১৫ কোম্পানি।
মার্চে রাজ্যে এসেছিল ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এরপর এপ্রিল গোড়ায় আরও ২৭ কোম্পানি। কিন্তু তাতেও অন্তত প্রথম দফায় পর্যাপ্ত বাহিনী থাকছে না! প্রয়োজন আরও ৭০-৮০ কোম্পানি। কিন্তু সেই বাহিনী কবে আসবে, তা কোনও নিশ্চয়তা নেই। তাহলে? কমিশন সূত্রের খবর, সব বুথে যদি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা না যায়, তাহলে সশস্ত্র বাহিনীর ব্যবস্থা করা হচ্ছে।
এর আগে, ২০১৯ সালে লোকসভা ভোটে প্রথম দফায় এ রাজ্যের ভোট হয়েছিল ২ কেন্দ্রে। তখনও ওই দুই কেন্দ্রের সব বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া যায়নি। স্রেফ বাংলা নয়, এবার প্রথম দফায় দেশের ২১ রাজ্য়ে ১০২ আসন ভোট হবে। ফলে সব জায়গায় প্রয়োজনমতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সম্ভব কিনা,তা নিয়ে সংশয়ে কমিশন।