২০২৫ সাল পড়তেই ২০২৬ সালের বিধানসভা ভোটের দামামা বেজে উঠেছে। আগামী বিধানসভা ভোটে বাংলার মানুষের স্বপ্ন পূরণ হবে ক্ষমতায় আসবে বিজেপি। জলপাইগুড়িতে বৃহস্পতিবার দুপুরে বললেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমরা গত বিধানসভায় ৭৭ টি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছি। আশা করা যায় ২০২৬ বিধানসভায় মানুষের স্বপ্ন পূরণ হবে।
জলপাইগুড়িতে লকেট চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি নানা বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চুপ’। জলপাইগুড়িতে বৃহস্পতিবার দুপুরে সরব হলেন লকেট চট্টোপাধ্যায়। তিনি বললেন দুই বাংলায় হিন্দুরা অত্যাচারিত। এবাংলায় বিজেপির ষড়যন্ত্র বলে প্রচার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ওপার বাংলায় হিন্দুদের উপর অত্যাচার নিয়ে তার দল ও তিনি চুপ থাকেন যা বলার কেন্দ্র বলে দাবি করে দায় এড়িয়ে যান। লকেট চট্টোপাধ্যায় আরও বলেন,’তৃণমূলের বুদ্ধিজীবীদের পথে নামা উচিত ছিল বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার নিয়ে। ‘
সংসদীয় কেন্দ্রে “সেবাশ্রময়” কর্মসূচি। ৭৫ দিন ধরে চলবে মেডিকেল ক্যাম্প প্রসঙ্গে লকেট চ্যাটার্জী বলেন, ‘ওঁদের টাকা আছে। নিজেদের সোর্স আছে। মেয়েদের সরকারটা নিজেরাই চালান। একজন সাংসদ হিসেবে ৭৫ দিন ধরে কীভাবে করতে পারে? ডায়মন্ড হারবার করতে পারছে অন্যান্য সাংসদদের কি দেখা যাচ্ছে? তারা কি করতে পারছে? কটাক্ষ লকেটের।
মালদা শুধু নয়, রাজ্যটাই বোমা বন্দুকের কারখানায় পরিণত করেছে তৃণমূল সরকার, দাবি লকেটের। গত বিধানসভার উপনির্বাচনে উত্তরবঙ্গে বিজেপির ফল খারাপ, পর্যালোচনায় বিজেপি জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় আলোচনায় লকেট। আরজিকর কাণ্ডে সঞ্জয় প্রসঙ্গেও মুখ খুললেন লকেট চট্টোপাধ্যায়।
ফিরহাদ হাকিমকে একাধিকবার আক্রমণ করে লকেট চ্যাটার্জী বলেন, “বাংলাদেশকে বাংলাকে দ্বিতীয় পাকিস্তান বানাতে চাইছে।” এর পাশাপাশি, মালদায় এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় রাজ্য সরকারের উপর তীব্র সমালোচনা করেন তিনি। তিনি আরও বলেন, “বাংলার মাদ্রাসাগুলিতে জঙ্গি ট্রেনিং দেওয়া হচ্ছে, কিন্তু রাজ্য সরকার সেগুলোর উপর নজর রাখছে না।” এমনকি আল কায়দার মতো জঙ্গি সংগঠনের উত্থানের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।