করোনা আক্রান্তের সংখ্যা ফের বাড়তে শুরু করেছে মহারাষ্ট্রে

করোনা আক্রান্তের সংখ্যা ফের বাড়তে শুরু করেছে মহারাষ্ট্রে ৷ এরপর থেকেই সকলের মনে প্রশ্ন দেখা দিয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কী ফের লকডাউন জারি করা হবে ৷ মঙ্গলবার অবশ্য মহারাষ্ট্র সরকারের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, লকডাউন হবে না তবে নতুন কিছু বিধি নিষেধ জারি করা হবে ৷

রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, পুরোপুরি লকডাউন করা হবে না ৷ তবে বেশ কিছু জেলার বিশেষ নজরদারি দরকার ৷ সরকারের তরফে বারবার রাজ্যবাসীর কাছে আবেদন করা হয়েছে করোনা বিধিনিষেধ মেনে চলার জন্য ৷ দেখা গিয়েছে, গত কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্যা কমতে থাকায় বেশিরভাগ মানুষ নিয়ম লঙ্ঘন করতে শুরু করে দিয়েছে ৷ মাস্ক পরছেন না অনেকেই ৷ আর এর জেরেই বাড়ছে বিপদ ৷ মুখ্যমন্ত্রী উদ্বভ ঠাকরে জানিয়েছেন,‘মানুষ বিধি নিষেধ না মেনে চললে বাধ্য হয়ে লকডাউন জারি করা হতে পারে ৷’

যে সমস্ত এলাকা বেশি প্রভাবিত সেখানে টার্গেটেড টেস্টিং শুরু করা হবে ৷ মাস্ক না পরলে এবং করোনার বিধি নিষেধ না মেনে চললে দিতে হতে পারে জরিমানা ৷ রাজ্যবাসীকে Covid SOPs মানতে হবে ৷ কন্টেইমেন্ট জোন তৈরি করা হবে ৷ হোটেল, বিয়ে বাড়িগুলিকে কোভিড প্রোটোকল মেনে চলতে হবে ৷ বিয়ে বাড়িতে লোকজন মাস্ক না পরলে বিয়ে বাড়ির লাইসেন্স বাতিল করে দেওয়া হবে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.