অবশেষে লকডাউন (Lockdown) উঠতে চলেছে মহারাষ্ট্র (Maharashtra)। সোমবার থেকে রাজ্যে পাঁচটি ধাপে (Five level) উঠবে লকডাউন। করোনার পজিটিভিটি রেট (positivity rate) ও অক্সিজেন (oxygen) বেডের প্রাপ্যতার উপর নির্ভর করে রাজ্যের বিভিন্ন এলাকায় লকডাউন শিথিল করা হবে। মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে জারি করা একটি রিপোর্টে এই খবর জানানো হয়েছে। জেলাগুলিতে করোনার সংক্রমণ কতটা তার উপরে নির্ভর করছে সেখানে লকডাউন উঠবে কি না।
প্রথম ধাপে সেইসব জেলাগুলিতে লকডাউন উঠবে যেখানে করোনার পজিটিভিটি রেট ৫ শতাংশ বা তার কম। যেখানে হাসপাতালের শয্যা সংখ্যা ২৫ শতাংশের কম ভর্তি রয়েছে সেখানেও লকডাউন তুলে নেওয়া হবে। এই সব জেলাগুলিতে সম্পূর্ণভাবে আনলক ঘোষিত হবে। থিয়েটার, মল, সরকারি ও বেসরকারি অফিসগুলিও খুলবে। অনুমতি দেওয়া হবে বিয়ে, অন্ত্যেষ্টিক্রিয়া, ছবির শুটিংয়ের ক্ষেত্রেও। দ্বিতীয় ধাপে যে সব জায়গায় কোভিড পজিটিভিটি রেট ৫ শতাংশ এবং হাসপাতালের শয্যা সংখ্যা ২৫ থেকে ৪০ শতাংশ ভর্তি সেখানে লকডাউন তোলা হবে। এই জায়গাগুলিতে ১৪৪ ধারা জারি থাকবে। মুম্বই লেভেল ২ এর মধ্যে পড়ছে। রেস্তরাঁ, জিম, স্যালোঁ ৫০ শতাংশ ক্যাপাসিটি নিয়ে খুলতে পারবে।
তৃতীয় ধাপে সেসব জায়গায় লকডাউন উঠবে যেখানে কোভিড পজিটিভিটি রেট ৫ থেকে ১০ শতাংশ। এক্ষেত্রে হাসপাতালে শয্যা সংখ্যা ৪০ থেকে ৬০ শতাংশের নিচে ভর্তি থাকতে হবে। পরের ধাপ অর্থাৎ চতুর্থ ধাপে যে সব এলাকায় পজিটিভিটি রেট ১০ থেকে ২০ শতাংশ এবং হাসপাতালের শয্যা সংখ্যা ৬০ থেকে ৭০ শতাংশের নিচে ভর্তি সেখানে লকডাউন উঠবে। পঞ্চম ধাপ জারি হবে সেই সব এলাকাগুলিতে যেখানে করোনার পজিটিভিটি রেট ২০ শতাংশ এবং হাসপাতালের শয্যা সংখ্যা ৭৫ শতাংশের বেশি ভর্তি। এই এলাকাগুলিতে কোনও ছাড় দেওয়া হবে না। কোথাও যেতে গেলে ই পাস লাগবে।
দেশে করোনার (Corona) সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে মহারাষ্ট্রে। শুরু থেকেই মহারাষ্ট্রে সংক্রমণের বিদ্যুৎ গতি। করোনার সেকেন্ড ওয়েভ (Second Wave) দেশে আছড়ে পড়ার পরেও নাজেহাল পরিস্থিতি তৈরি হয় মারাঠাভূমে। এবার আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে মহারাষ্ট্র। স্বমহিমায় ফিরছে বাণিজ্যনগরী মুম্বই।