সরাসরি: ওয়েস্ট ইন্ডিজ়ের চতুর্থ উইকেটের পতন, হরমনপ্রীতদের খেলায় ফেরালেন দীপ্তি

timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩৮ key status

১৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজ় ৮৮/৪

ব্যাট করছেন নেশন (৬) এবং গজনবি (৩)।

timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩২ key status

ওয়েস্ট ইন্ডিজ়ের চতুর্থ উইকেটের পতন

১৪.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজ়ের রান ৭৯/৪

timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:২৯ key status

ওয়েস্ট ইন্ডিজ়ের তৃতীয় উইকেটের পতন

দ্বিতীয় উইকেট নিলেন দীপ্তি শর্মা। টেলরকেও সাজঘরে ফেরালেন তিনি। 

timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:২৭ key status

ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় উইকেটের পতন

উইকেট নিলেন দীপ্তি শর্মা। ক্যাম্পবেলকে সাজঘরে ফেরালেন তিনি। 

timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:২৩ key status

১৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজ়ের রান ৭৫/১

টেলর ৪১ ও ক্যাম্পবেলে ২৯ রান করে অপরাজিত রয়েছেন। 

timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১২ key status

ওয়েস্ট ইন্ডিজ় ৫৩/১

১০ ওভার শেষ। ব্যাট করছেন টেলর (২৮) এবং ক্যাম্পবেলে (২১)।

timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৫৯ key status

ওয়েস্ট ইন্ডিজ় ৩৪/১

৭ ওভার শেষ। ব্যাট করছেন টেলর (১২) এবং ক্যাম্পবেলে (১৮)।

timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৫১ key status

ওয়েস্ট ইন্ডিজ় ২৭/১

৫ ওভার শেষ। ব্যাট করছেন টেলর (১০) এবং ক্যাম্পবেলে (১৩)।

timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৪৩ key status

ওয়েস্ট ইন্ডিজ় ১০/১

৩ ওভার শেষ। ব্যাট করছেন টেলর (১) এবং ক্যাম্পবেলে (৫)।

timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৩৭ key status

প্রথম উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ়

২ রান করে আউট অধিনায়ক ম্যাথিউস।

timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৩৪ key status

ওয়েস্ট ইন্ডিজ় ৪/০

প্রথম ওভার শেষ। ব্যাট করছেন টেলর (শূন্য) এবং ম্যাথিউস (২)।

timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:০৮ key status

ভারতীয় দলে দু’টি পরিবর্তন

প্রথম একাদশে এলেন স্মৃতি মন্ধানা এবং দেবিকা বৈদ্য।

timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:০৫ key status

টস জিতল ওয়েস্ট ইন্ডিজ়

প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত হেইলি ম্যাথিউসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.