সরাসরি: বিরাট, শুভমন, শ্রেয়সের শতরান হাতছাড়া, শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৫৭ রান রোহিতদের

বিশ্বকাপে শ্রীলঙ্কাকে এ বার চেনা ফর্মে দেখা যাচ্ছে না। ছ’টি ম্যাচ খেলে দু’টিতে জয় পেয়েছে তারা। পাশাপাশি, চোট-আঘাত সমস্যাতেও ভুগছে দল। ভারতীয় দলে অবশ্য বড় সমস্যা নেই। ব্যাটার এবং বোলার সকলেই ভাল ফর্মে রয়েছেন। রোহিতের লক্ষ্য তাই ঘরের মাঠে বিশ্বকাপের শেষ চারে জায়গা পাকা করে নেওয়া।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ১৭:৫৪ key status
আউট শ্রেয়স
শ্রেয়সকে (৮২) আউট করলেন মদুশঙ্ক। ৮০ রানে ৫ উইকেট শ্রীলঙ্কার বোলারের। ভারত ৪৮ ওভারে ৩৩৯/৬।

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ১৭:৩৭ key status
৪৫ ওভারে ভারত ৩০৪/৫
ব্যাট করছেন শ্রেয়স (৫৯) এবং জাডেজা (১০)।

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ১৭:২৫ key status
৪২ ওভারে ভারত ২৭৯/৫
ব্যাট করছেন শ্রেয়স (৪৬) এবং জাডেজা (৩)।

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ১৭:২২ key status
আউট সূর্যকুমার
সূর্যকুমারকে (১২) আউট করলেন মদুশঙ্ক। ৫১ রানে ৪ উইকেট নিলেন তিনি। ভারত ২৭৬/৫।

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ১৭:০৮ key status
আউট রাহুল
রাহুলকে (২১) আউট করলেন চামিরা। ভারত ৩৯.২ ওভারে ২৫৬/৪।

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ১৬:৫৩ key status
৩৬ ওভারে ভারত ২৩৯/৩
ব্যাট করছেন শ্রেয়স (২৭) এবং রাহুল (১৬)।

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ১৬:৪৭ key status
৩৪ ওভারে ভারত ২১৪/৩
ব্যাট করছেন শ্রেয়স (১২) এবং রাহুল (৭)।

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ১৬:৪৩ key status
আউট কোহলি
কোহলিকেও (৮৮) আউট করলেন মদুশঙ্ক। ভারত ১৯৬/৩।

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ১৬:২৩ key status
আউট শুভমন
শতরান হাতছাড়া শুভমনের। ৯২ রান করে আউট হলেন মদুশঙ্কের বলে। ভারত ১৯৩/২।

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ১৬:১৩ key status
২৮ ওভারে ভারত ১৭২/১
ব্যাট করছেন শুভমন (৭৫) এবং কোহলি (৮৪)।

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ১৬:০০ key status
২৫ ওভারে ভারত ১৫১/১
ব্যাট করছেন শুভমন (৬৫) এবং কোহলি (৭৩)।

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ১৫:৩৯ key status
২০ ওভারে ভারত ১২০/১
ব্যাট করছেন শুভমন (৫৩) এবং কোহলি (৫৪)।

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ১৫:৩৮ key status
শুভমনের ৫০
৫৫ বলে অর্ধশতরান পূর্ণ করলেন গিল। ভারত ১১৯/১।

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ১৫:২৬ key status
কোহলির ৫০
৫০ বলে অর্ধশতরান পূর্ণ করলেন কোহলি। ভারত ১০৩/১।

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ১৫:০৭ key status
১৩ ওভারে ভারত ৮২/১
ব্যাট করছেন শুভমন (৩৩) এবং কোহলি (৩৮)।

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ১৪:৫৩ key status
১০ ওভারে ভারত ৬০/১
ব্যাট করছেন শুভমন (২৬) এবং কোহলি (২৮)।

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ১৪:৩৫ key status
৬ ওভারে ভারত ৩৩/১
ব্যাট করছেন শুভমন (৯) এবং কোহলি (১৮)।

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ১৪:১৮ key status
৩ ওভারে ভারত ১৪/১
ব্যাট করছেন শুভমন (শূন্য) এবং কোহলি (৯)।

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ১৪:০৯ key status
১ ওভারে ভারত ৮/১
ব্যাট করছেন শুভমন (শূন্য) এবং কোহলি (৪)।

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ১৪:০৪ key status
আউট রোহিত
রোহিতকে (৪) আউট করলেন মদুশঙ্ক। ০.২ ওভারে ভারত ৪/১। ঘরের মাঠে রান পেলেন না রোহিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.