LIVE UPDATE : তৃণমূলের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুললেন নরেন্দ্র মোদী

বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে এটাই প্রধানমন্ত্রীর চতুর্থবারের জন্য রাজ্যে প্রচারে আসা।

বাঁকুড়ার তিলাবেদিয়া ময়দানে সড়ক পথে পৌঁছলেন প্রধানমন্ত্রী
এই সভায় প্রধানমন্ত্রীকে দেখার জন্য বহু সময় ধরে মানুষ অপেক্ষা করছেন
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পাশে এই তিলাবেদিয়া ময়দান
মঞ্চে বলতে উঠে প্রথমেই বাংলায় প্রধানমন্ত্রী বলেন, “নমস্কার। আপনারা কেমন আছেন?”
আজ আমি গাড়ি করে এলাম , দেখলাম কত মানুষ, কতো মা, বোন, আপনাদের প্রণাম করছি
লোকসভা নির্বাচনের সময় আপনাদের আশীর্বাদ নিতে এসে দিদি কি বলেছিলেন? এখানকার মানুষের জন্য দিদি কিছু করেননি , ভোটার দিন তাই চুপচাপ পদ্মে চাপ দিন
২ মে দিদি যাচ্ছে। আসল পরিবর্তন আসছে। বাংলায় এমন পরিবর্তনের সরকার আসবে যা বাংলার মানুষের সেবা করবে
আসল পরিবর্তন বিজেপি আনবে। ভ্রষ্টাচার চলবে না চলবে না। দিদি ভ্রষ্টাচারের খেলা চলবে না চলবে না ।দিদি সিন্ডিকেটের খেলা, কাটমনির খেলা চলবে না চলবে না। বিজেপি এলে মায়ের পূজা হবে। মানুষের সম্মান দেওয়া হবে
দিদি ১০ বছরে আপনি আপনার রূপ দেখিয়ে দিয়েছেন। বাংলার মানুষ বুঝেছে মা,মাটি,মানুষের সরকার আসলে কী?
১০ বছর ধরে বাংলার মানুষের সঙ্গে খেলেও খেলার ইচ্ছা মেটেনি? আবারও বলছেন খেলা হবে
এসব জানলে আপনাকে কেউ বাংলায় ক্ষমতায় অনতো না
দিদি, বাংলার মানুষের স্বপ্নে লাথি মারতে দেব না
দিদি, আপনার দুর্নীতির খেলা আর চলবে না
খেলা শেষ হবে, বিকাশ আরম্ভ হবে
দিদি , দরকারে আমার মাথায় লাথি মারুন, বাংলার উন্নয়নকে আটকাতে দেব না
মাঝে মাঝেই নাটকীয়ভাবে প্রধানমন্ত্রী বিভিন্ন সুরে দিদি, দিদি বলে উঠছিলেন
তৃণমূলের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুললেন নরেন্দ্র মোদী
তৃণমূলের এতো পয়সা কোথা থেকে আসছে? তৃণমূল নেতাদের সম্পত্তি নিয়ে প্রশ্ন করলেই রেগে যাচ্ছেন দিদি, বললেন নরেন্দ্র মোদী
বাংলায় বিজেপি-র সরকার জরুরি। ডাবল ইঞ্জিন সরকার তৈরী করে রাজ্যের শিক্ষা সহ সব বিষয়ে উন্নয়নের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী
বিজেপি “স্কিল”-এ চলে টিএমসি “স্ক্যাম”-এ চলে
দুর্নীতি করতে পারবে না বলে দিদি রাজ্যে কিষান নিধি, আয়ুষ্মান যোজনা চালু করতে দেয়নি
বন্ধুগণ, আসুন সংকল্প করি, এবার আসল পরিবর্তন। এবার সোনার বাংলা। এবার নিশ্চই আসছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.