বঙ্গোপসাগরে নিম্নচাপের পরোক্ষ প্রভাব বাংলায়। সোম ও মঙ্গলবার নবমী ও দশমীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা হাওড়া হুগলি দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর মেঘলা আকাশ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা ২৩ অক্টোবর সোমবার বেলার দিকে বা রাতের দিকে নবমীর দিন। দশমী ও একাদশীর দিন রেইনি ডে পরিস্থিতি হতে পারে কয়েক জেলাতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা; মেঘলা আকাশ থাকবে। বেশি বৃষ্টি হবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
22 October 2023, 09:15 AM
অঞ্জলি কুমারী পুজো ভোগ আরতির পর সন্ধিপুজোয় সরগরম দুর্গাদালান। ৫১৪ বছরে পদার্পণ করল জলপাইগুড়ি রাজবাড়ির দুর্গাপুজো। রাজ পরিবারের সদস্যদের উপস্থিতিতেই অষ্টমী পূজো। রাজ পরিবারের নিয়ম অনুযায়ী মাকে আমিষ ভোগ দেওয়া হয়ে থাকে। দর্শনার্থীদের পাশাপাশি বহু পর্যটকট রাজবাড়ী দর্শন এবং পুজো দেখতে আসেন।
22 October 2023, 09:15 AM
মহাষ্ঠমীর মহাতিথি। উত্সবেও অটুট বনেদিয়ানা। কলকাতা থেকে জেলা। রাজবাড়ি থেকে জমিদারবাড়ি। অক্ষুণ্ণ ঐতিহ্য। অঞ্জলি কুমারী পুজো ভোগ আরতির পর সন্ধিপুজোয় সরগরম দুর্গাদালান। তোপধ্বনিতে দেবী বন্দনার অপেক্ষা।
22 October 2023, 09:15 AM
মহানগরের মহোত্সব। বনেদি কিম্বা বারোয়ারি। শাড়ি পাঞ্জাবিতে আজ দলে দলে অঞ্জলি। সকালেই ভিড় মণ্ডপে মণ্ডপে। উত্তর থেকে দক্ষিণ।থিম বা সাবেকি। ফুল অন ফেস্টিভ মুড আজও তিলোত্তমায় রেকর্ড ভিড়ের চ্যালেঞ্জ।
22 October 2023, 09:00 AM
প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার স্যার ববি চার্লটন। শনিবার নিজের বাড়িতেই সকালে মৃত্যু হয় তাঁর। ফুটবলারের পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তারা সেই বিবৃতিতে লিখেছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, শনিবার সকালে স্যার ববি প্রয়াত হয়েছেন। মৃত্যুর সময় পরিবারের সদস্যরা তাঁর পাশে ছিলেন। যাঁরা তাঁর এগিয়ে চলার পথে সমর্থন এবং ভালোবাসা দিয়েছেন, তাঁদের প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা।’
22 October 2023, 09:00 AM
নেপাল-ভারত সীমান্ত এলাকায় ৫.২ মাত্রার ভূমিকম্প হয়েছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, রবিবার নেপাল-ভারত সীমান্ত এলাকায় ৫.২ মাত্রার কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের গভীরতা ১৪ কিলোমিটার। ভূমিকম্পের তীব্রতার ভিত্তিতে এটি মৃদু থেকে মাঝারি কম্পন হিসেবে মনে করা হচ্ছে। এখনও ক্ষয়ক্ষতি কোনও খবর পাওয়া যায়নি।