সরাসরি: খেলা বন্ধ, ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিতে ভারত ৮ ওভারে ৬৫/২, মাঠ পরিদর্শন কখন?

মাঠ পরিদর্শন ১০.৪৫ মিনিটে

বৃষ্টি আপাতত থেমেছে। কভারও সরানো হয়েছে। আম্পায়ারেরা মাঠ পরীক্ষা করার সময় জানিয়ে দিলেন।

timer শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ২১:৫৬ key status

বৃষ্টি নামল গায়ানায়

বন্ধ হয়ে গেল ম্যাচ।

timer শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ২১:৫২ key status

ভারত ৮ ওভারে ৬৫-২

ক্রিজে রোহিত (৩৭) এবং সূর্য (১৩)।

timer শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ২১:৪১ key status

আউট পন্থ

প্রথম ওভারেই উইকেট নিলেন স্যাম কারেন। তাঁর দ্বিতীয় বলেই চালাতে গিয়ে মিড অনে ক্যাচ দিলেন পন্থ (৪)।

timer শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ২১:২৮ key status

আউট কোহলি

টপলির সোজা বলে আড়াআড়ি খেলতে গেলেন কোহলি। বল ভেঙে দিল লেগ স্টাম্প। তার আগেই ছয় মেরেছিলেন টপলিকে।

timer শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ২১:২৩ key status

ভারত ২ ওভারে ১১-০

ক্রিজে রোহিত (৯) এবং কোহলি (১)।

timer শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ২১:১৬ key status

শুরু হল ম্যাচ

টপলির বলে চার মারলেন রোহিত।

timer শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ২০:৫৩ key status

ভারতের দলও অপরিবর্তিত

গুরুত্বপূর্ণ ম্যাচে দলে কোনও বদল করল না ভারত।

timer শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ২০:৫৩ key status

ইংল্যান্ড দল অপরিবর্তিত

প্রথম একাদশে কোনও বদল করল না ইংল্যান্ড।

timer শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ২০:৫২ key status

টস হারলেন রোহিত

ইংরেজ অধিনায়ক জস বাটলার টসে জিতে জানালেন, আগে বল করবেন।

timer শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ২০:৪৫ key status

খেলা শুরু হবে ৯.১৫ মিনিটে

টসের পর জানিয়ে দেওয়া হল খেলা শুরুর সময়ও।

timer শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ২০:৪২ key status

টস ৮.৫০ মিনিটে

আম্পায়ারেরা মাঠ পরিদর্শন করে জানালেন, টস হবে ৮.৫০ মিনিটে।

timer শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ২০:০৯ key status

মাঠ পরিদর্শন করবেন আম্পায়ারেরা

ভারতীয় সময় রাত ৮.৩০ মিনিটে মাঠ পরিদর্শন করার কথা ছিল আম্পায়ারদের। তা আরও ১৫ মিনিট পিছিয়ে গেল।

timer শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ১৯:২৪ key status

পিছিয়ে গেল টস

মাঠ ঢাকা থাকায় দু’দলের ক্রিকেটারেরা সাজঘরে। ভারতীয়দের কাছে গিয়ে কথা বললেন আম্পায়ারেরা। টস নির্ধারিত সময়ে হচ্ছে না।

timer শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ১৯:২৩ key status

আপাতত বন্ধ বৃষ্টি

পিচ এবং কিছুটা আউটফিল্ড ঢাকা রয়েছে। মাঠে দর্শকদেরও দেখা যাচ্ছে না।

timer শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ১৯:২৩ key status

সকাল থেকেই বৃষ্টি

প্রত্যাশামতোই সেমিফাইনালে বৃষ্টির থাবা। বৃহস্পতিবার সকাল থেকেই চলছে বৃষ্টি। মাঝে থামছে, আবার শুরু হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.