টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক রোহিত। বাংলাদেশের বিরুদ্ধে যে রকম ২২ গজে প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন রোহিতেরা, অনেকটা তেমন পিচই প্রথম ম্যাচে পেয়েছে ভারতীয় দল।
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ২১:১৪
আগ্রাসী ব্যাটিং লিটলের
গুজরাত টাইটান্সের ক্রিকেটারের আগ্রাসী ব্যাটিং। ভারতের বিরুদ্ধে আইপিএলের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন লিটল।
শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ২১:০৯
হঠাৎ আগ্রাসী আয়ারল্যান্ড
৮ উইকেট পড়ার পর দ্রুত রান তুলছেন আইরিশ ব্যাটারেরা। ভারতকে কত রানের লক্ষ্য দিতে পারবেন তাঁরা?
শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ২১:০৬
১২ ওভারে আয়ারল্যান্ড ৫২/৮
ব্যাট করছেন লিটল (১) এবং ডেলানি (২)।
শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ২১:০৩
আউট ম্যাকার্থি
ম্যাকার্থিকে (শূন্য) নিজের বলে ক্যাচ নিয়ে আউট করলেন অক্ষর। আয়ারল্যান্ড ৫০/৮।
শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ২০:৫৬
আবার আউট, এ বার অ্যাডেইর
অ্যাডেইরকে (৩) আউট করলেন হার্দিক। আয়ারল্যান্ড ৪৯/৭
শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ২০:৫৩
১০ ওভারে আয়ারল্যান্ড ৪৯/৬
ব্যাট করছেন ডেলানি (শূন্য) এবং অ্যাডেইর (৩)।
শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ২০:৫২
জমছে না বিশ্বকাপের খেলা
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম খেলা জমছে না। ভারতের বোলারদের সামলাতে পারছেন না আইরিশ ব্যাটারেরা।
শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ২০:৫১
আউট ডকরেল
ডকরেলকে (৩) আউট করলেন সিরাজ়। আয়ারল্যান্ড ৪৬/৬।
শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ২০:৪৭
আউট ক্যাম্ফার
হার্দিকের বলে ক্যাচ আউট ক্যাম্ফার (১২)। আয়ারল্যান্ড ৪৪/৫।
শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ২০:৪৩
আউট টেক্টর
৪ রান করে বুমরার বলে আউট টেক্টর। আয়ারল্যান্ড ৮ ওভারে ৩৬/৪।
শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ২০:৩৬
আউট টাকার
টাকারকে (১০) আউট করলেন হার্দিক। আয়ারল্যান্ড ৬.৫ ওভারে ২৮/৩।
শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ২০:২৮
৫ ওভারে আয়ারল্যান্ড ২৬/২
ব্যাট করছেন টাকার (৯) এবং টেক্টর (১)।
শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ২০:১৬
আউট বলবির্নি
বলবির্নিকে (৫) আউট করলেন আরশদীপ। ৫ রানে ২ উইকেট
আরশদীপের। আয়ারল্যান্ড ৯/২।
শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ২০:১৪
৩ ওভারে আয়ারল্যান্ড ৯/২
ব্যাট করছেন টাকার (১) এবং টেক্টর (শূন্য)।
শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ২০:১০
আউট স্টার্লিং
স্টার্লিংকে (২) আউট করলেন আরশদীপ। আয়ারল্যান্ড ৭/১।
শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ২০:০৫
১ ওভারে আয়ারল্যান্ড ৩/০
ব্যাট করছেন বলবির্নি (১) এবং স্টার্লিং (২)।
শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ১৯:৩৪
টস জিতলেন রোহিত
প্রথমে ফিল্ডিং করবে ভারত