আইপিএলে এক ও দুইয়ের লড়াই। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি রাজস্থান রয়্যালস। ঘরের মাঠে আরও একটি জয়ের লক্ষ্যে কেকেআর।
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ২১:২২
কেকেআর শেষ করল ৬ উইকেটে ২২৩ রানে
রিঙ্কু সিংহ ২০ রানে অপরাজিত থাকলেন। রাজস্থানের সামনে লক্ষ্য ২২৪ রান।
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ২১:১৯
আউট বেঙ্কটেশ আয়ার
৮ রান করে আউট হয়ে গেলেন বেঙ্কটেশ।
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ২১:০৬
আউট নারাইন
৫৬ বলে ১০৯ রান করে আউট নারাইন। ট্রেন্ট বোল্ট আউট করলেন তাঁকে। ১৯৫ রানে পঞ্চম উইকেট হারাল কেকেআর।
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ২১:০০
আউট আন্দ্রে রাসেল
বড় রান করতে পারলেন না রাসেল। আবেশ খানের বলে ১০ বলে ১৩ রান করে আউট হলেন তিনি।
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ২০:৫৯
নারাইনের শতরান
আইপিএলে নিজের প্রথম শতরান করলেন নারাইন। ৪৯ বলে শতরান করলেন তিনি। কেকেআরের তৃতীয় ব্যাটার হিসাবে শতরান করলেন নারাইন।
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ২০:৪২
১৪ ওভারে কেকেআর ৩ উইকেটে ১৪৬
নারাইন ৭৪ ও রাসেল ৩ রানে ব্যাট করছেন।
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ২০:৩৭
আউট শ্রেয়স আয়ার
১১ রান করে যুজবেন্দ্র চহালের বলে আউট শ্রেয়স। ১৩৩ রানে তৃতীয় উইকেট পড়ল কেকেআরের।
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ২০:২৫
আউট রঘুবংশী
কুলদীপ সেনের বলে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে গেলেন রঘুবংশী। ১৮ বলে ৩০ রান করলেন তিনি। ১০৬ রানে কেকেআরের দ্বিতীয় উইকেট পড়ল।
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ২০:১৯
নারাইনের অর্ধশতরান
রবিচন্দ্রন অশ্বিনের বলে ছক্কা মেরে অর্ধশতরান করলেন নারাইন। মাত্র ২৯ বলে ৫০ করলেন তিনি। ১০ ওভারে ১০০ পার হল কেকেআরের।
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ২০:১৪
৯ ওভারে রান ১ উইকেটে ৮৯
নারাইন ৪৩ ও রঘুবংশী ২৮ রান করে খেলছেন। ভাল জুটি বেঁধেছেন তাঁরা।
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১৯:৫৯
পাওয়ার প্লে শেষে কেকেআর ১ উইকেটে ৫৬
সুনীল নারাইন ২৩ ও অঙ্গকৃশ রঘুবংশী ১৫ রান করে ক্রিজ়ে রয়েছেন।
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১৯:৪৮
আউট ফিল সল্ট
আউট হয়ে গেলেন ফিল সল্ট। আবেশ খানের বল তাঁর ব্যাটে লেগে হাওয়ায় ওঠে। বাঁ দিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন বোলার। ২১ রানে প্রথম উইকেট পড়ল কেকেআরের।
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১৯:৪০
ক্যাচ ফস্কালেন রিয়ান পরাগ
প্রথম ওভারেই উইকেট পেতে পারতেন রাজস্থানের ট্রেন্ট বোল্ট। দ্বিতীয় বলেই ক্যাচ তোলেন সল্ট। সহজ ক্যাচ ফস্কান রিয়না পরাগ। বেঁচে যান সল্ট।
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১৯:০৮
কেকেআরের প্রথম একাদশ
ফিল সল্ট, সুনীল নারাইন, অঙ্গকৃশ রঘুবংশী, বেঙ্কটেশ আয়ার, শ্রেয়স আয়ার, রিঙ্কু সিংহ, রমনদীপ সিংহ, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা।
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১৯:০১
টস হারল কেকেআর
ইডেনে টস হারলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আয়ার। প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন।