সরাসরি: মুম্বইয়ের লক্ষ্য ২০৭, আউট তিলকও, চেন্নাইয়ের বিরুদ্ধে রোহিত, হার্দিক

মুম্বই ১৫ ওভারে ১৩২-৩

মুম্বইয়ের অবস্থা কঠিনতর হচ্ছে। রোহিত ক্রিজ়‌ে থাকলেও আস্কিং রেট ক্রমশ বেড়েই যাচ্ছে। 

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ২২:৪৬ key status

আউট তিলক

আবার ধাক্কা দিলেন পাথিরানা। ক্রিজ়‌ে জমে যাওয়া তিলক বর্মাকে (৩১) ফিরিয়ে দিলেন তিনি। তৃতীয় উইকেট হারাল মুম্বই।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ২২:৩৬ key status

মুম্বই ১২ ওভারে ১১৮-২

১১তম ওভারে জাডেজার বলে ১৮ রান নিলেন রোহিত। মারলেন দু’টি চার এবং একটি ছয়। পরের ওভারে শার্দূলকেও একটি ছয় মারলেন।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ২২:২৭ key status

মুম্বই ১০ ওভারে ৯০-২

রান বেশি দিচ্ছেন না জাডেজা। তাঁর শেষ ওভার থেকে ৬ রান আসে। দেশপান্ডে দেন ৯ রান। রোহিত এখনও ক্রিজ়‌ে। 

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ২২:২০ key status

অর্ধশতরান রোহিতের

৩০ বলে অর্ধশতরান করলেন রোহিত।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ২২:১৭ key status

এটাই কি এ বারের আইপিএলের সেরা ক্যাচ?

মুস্তাফিজুরের ক্যাচের পর এই দাবি উঠতেই পারে। ঈশান ফেরার পর তিনে আনা হয়েছিল সূর্যকুমারকে। পাথিরানার বলে অফসাইডে খেলেছিলেন। বল আর একটু হলেই ছয় হয়ে যাচ্ছিল। কিন্তু মুস্তাফিজুর সেই ক্যাচ ধরেন। ভারসাম্য সামলাতে না পেরে বল উপরে ছুড়ে দিয়েছিলেন। বাউন্ডারির ভেতরে একটি পা রেখে ভারসাম্য ফিরিয়ে আবার মাঠের ভেতরে এসে ক্যাচ লোফেন। রিভিউ দেখার পর আউট দেওয়া হয়।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ২২:১৪ key status

আউট ঈশান

প্রথম বলেই উইকেট নিলেন মাথিশা পাথিরানা। সোজা শার্দূলের হাতে ক্যাচ দিলেন ঈশান (২৩)।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ২২:১১ key status

মুম্বই ৭ ওভারে ৭০-০

স্পিনার আনাতে একটু রানের গতি কমল মুম্বইয়ের। তবে ওভার পিছু ১০-এর বেশি রান রয়েছে মুম্বইয়ের।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ২২:০১ key status

মুম্বই ৫ ওভারে ৫৩-০

তিনটি ওভার বড় গেল মুম্বইয়ের কাছে। তৃতীয় ওভারে তুষার দিলেন ১২ রান। শার্দূল এবং মুস্তাফিজুরের পরের দু’টি ওভার থেকে এল ১৩ এবং ১৫ রান। পঞ্চাশ পেরিয়ে গেল মুম্বই।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ২১:৪৭ key status

মুম্বই ২ ওভারে ১৩-০

তুষার এবং মুস্তাফিজুরের  ওভার থেকে খুব বেশি রান তুলতে পারলেন না রোহিত এবং ঈশান।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ২১:২৪ key status

ধোনির ছয়ের হ্যাটট্রিক!

পেয়েছিলেন মাত্র চারটি বল। তার মধ্যে প্রথম তিনটিই মাঠের বাইরে পাঠালেন ধোনি। শেষ বলে নিলেন ২ রান। ধোনির ২০ রানের ইনিংসে ভর করে দুশো পেরল চেন্নাই। জিততে মুম্বইয়ের চাই ২০৭।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ২১:১৯ key status

আউট মিচেল

হার্দিককে তুলে মারতে গিয়ে বাউন্ডারির ধারে নবির হাতে ক্যাচ দিলেন মিচেল (১৭)।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ২১:১৪ key status

১৯ ওভারে চেন্নাই ১৮০-৩

বুমরার ওভার থেকে মাত্র সাত রান এল। শিবম ৬৬ এবং মিচেল ১৩ রানে খেলছেন।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ২১:০৫ key status

১৭ ওভারে চেন্নাই ১৬১-৩

বুমরার ওভারে এল ১০ রান। একটি চার মারা ছাড়া বাকি রান এল খুচরোতে। শিবম আগেই অর্ধশতরান করেছেন।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ২০:৫২ key status

আউট রুতুরাজ

হার্দিকের বলে তুলে মারতে গিয়ে আউট রুতুরাজ। ৬৯ রানে ফিরলেন। শিবমের সঙ্গে ৯০ রানের জুটি ভাঙল।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ২০:৪৪ key status

১৪ ওভারে চেন্নাই ১৩২-২

শেফার্ডের আরও একটি বড় ওভার। ২২ রান এল। দুটি চার এবং দুটি ছয় মারলেন রুতুরাজ ও দুবে। রুতুরাজ ৫৮ এবং দুবে ৪৩ রানে খেলছেন।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ২০:৩০ key status

১১ ওভারে চেন্নাই ৯২-২

১২ রান উঠল ওভার থেকে। শেফার্ডকে দুটি চার মারলেন শিবম দুবে। তিনি ১৫ বলে ২৬ করে খেলছেন। অন্য দিকে রুতুরাজ ২৮ বলে ৩৯।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ২০:১২ key status

আউট রাচিন

শ্রেয়স গোপালের বলে আউট রাচিন রবীন্দ্র। ১৬ বলে ২১ রান করে আউট কিউই ব্যাটার। ৮ ওভারে ৬১ রান চেন্নাইয়ের।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ১৯:৫৬ key status

৫ ওভারে চেন্নাই ৩৮-১

কোয়েৎজির ওভার থেকে ১৪ রান নিলেন রুতুরাজ। দু’টি চার এবং একটি ছয় মারলেন।

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ১৯:৪৫ key status

৩ ওভারে চেন্নাই ১৮-১

চতুর্থ বলে ছয় মারলেন রুতুরাজ। সঙ্গে এই ওভার থেকে এল তিনটি খুচরো রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.