মুম্বই ১৫ ওভারে ১৩২-৩
মুম্বইয়ের অবস্থা কঠিনতর হচ্ছে। রোহিত ক্রিজ়ে থাকলেও আস্কিং রেট ক্রমশ বেড়েই যাচ্ছে।
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ২২:৪৬
আউট তিলক
আবার ধাক্কা দিলেন পাথিরানা। ক্রিজ়ে জমে যাওয়া তিলক বর্মাকে (৩১) ফিরিয়ে দিলেন তিনি। তৃতীয় উইকেট হারাল মুম্বই।
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ২২:৩৬
মুম্বই ১২ ওভারে ১১৮-২
১১তম ওভারে জাডেজার বলে ১৮ রান নিলেন রোহিত। মারলেন দু’টি চার এবং একটি ছয়। পরের ওভারে শার্দূলকেও একটি ছয় মারলেন।
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ২২:২৭
মুম্বই ১০ ওভারে ৯০-২
রান বেশি দিচ্ছেন না জাডেজা। তাঁর শেষ ওভার থেকে ৬ রান আসে। দেশপান্ডে দেন ৯ রান। রোহিত এখনও ক্রিজ়ে।
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ২২:২০
অর্ধশতরান রোহিতের
৩০ বলে অর্ধশতরান করলেন রোহিত।
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ২২:১৭
এটাই কি এ বারের আইপিএলের সেরা ক্যাচ?
মুস্তাফিজুরের ক্যাচের পর এই দাবি উঠতেই পারে। ঈশান ফেরার পর তিনে আনা হয়েছিল সূর্যকুমারকে। পাথিরানার বলে অফসাইডে খেলেছিলেন। বল আর একটু হলেই ছয় হয়ে যাচ্ছিল। কিন্তু মুস্তাফিজুর সেই ক্যাচ ধরেন। ভারসাম্য সামলাতে না পেরে বল উপরে ছুড়ে দিয়েছিলেন। বাউন্ডারির ভেতরে একটি পা রেখে ভারসাম্য ফিরিয়ে আবার মাঠের ভেতরে এসে ক্যাচ লোফেন। রিভিউ দেখার পর আউট দেওয়া হয়।
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ২২:১৪
আউট ঈশান
প্রথম বলেই উইকেট নিলেন মাথিশা পাথিরানা। সোজা শার্দূলের হাতে ক্যাচ দিলেন ঈশান (২৩)।
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ২২:১১
মুম্বই ৭ ওভারে ৭০-০
স্পিনার আনাতে একটু রানের গতি কমল মুম্বইয়ের। তবে ওভার পিছু ১০-এর বেশি রান রয়েছে মুম্বইয়ের।
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ২২:০১
মুম্বই ৫ ওভারে ৫৩-০
তিনটি ওভার বড় গেল মুম্বইয়ের কাছে। তৃতীয় ওভারে তুষার দিলেন ১২ রান। শার্দূল এবং মুস্তাফিজুরের পরের দু’টি ওভার থেকে এল ১৩ এবং ১৫ রান। পঞ্চাশ পেরিয়ে গেল মুম্বই।
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ২১:৪৭
মুম্বই ২ ওভারে ১৩-০
তুষার এবং মুস্তাফিজুরের ওভার থেকে খুব বেশি রান তুলতে পারলেন না রোহিত এবং ঈশান।
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ২১:২৪
ধোনির ছয়ের হ্যাটট্রিক!
পেয়েছিলেন মাত্র চারটি বল। তার মধ্যে প্রথম তিনটিই মাঠের বাইরে পাঠালেন ধোনি। শেষ বলে নিলেন ২ রান। ধোনির ২০ রানের ইনিংসে ভর করে দুশো পেরল চেন্নাই। জিততে মুম্বইয়ের চাই ২০৭।
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ২১:১৯
আউট মিচেল
হার্দিককে তুলে মারতে গিয়ে বাউন্ডারির ধারে নবির হাতে ক্যাচ দিলেন মিচেল (১৭)।
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ২১:১৪
১৯ ওভারে চেন্নাই ১৮০-৩
বুমরার ওভার থেকে মাত্র সাত রান এল। শিবম ৬৬ এবং মিচেল ১৩ রানে খেলছেন।
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ২১:০৫
১৭ ওভারে চেন্নাই ১৬১-৩
বুমরার ওভারে এল ১০ রান। একটি চার মারা ছাড়া বাকি রান এল খুচরোতে। শিবম আগেই অর্ধশতরান করেছেন।
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ২০:৫২
আউট রুতুরাজ
হার্দিকের বলে তুলে মারতে গিয়ে আউট রুতুরাজ। ৬৯ রানে ফিরলেন। শিবমের সঙ্গে ৯০ রানের জুটি ভাঙল।
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ২০:৪৪
১৪ ওভারে চেন্নাই ১৩২-২
শেফার্ডের আরও একটি বড় ওভার। ২২ রান এল। দুটি চার এবং দুটি ছয় মারলেন রুতুরাজ ও দুবে। রুতুরাজ ৫৮ এবং দুবে ৪৩ রানে খেলছেন।
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ২০:৩০
১১ ওভারে চেন্নাই ৯২-২
১২ রান উঠল ওভার থেকে। শেফার্ডকে দুটি চার মারলেন শিবম দুবে। তিনি ১৫ বলে ২৬ করে খেলছেন। অন্য দিকে রুতুরাজ ২৮ বলে ৩৯।
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ২০:১২
আউট রাচিন
শ্রেয়স গোপালের বলে আউট রাচিন রবীন্দ্র। ১৬ বলে ২১ রান করে আউট কিউই ব্যাটার। ৮ ওভারে ৬১ রান চেন্নাইয়ের।
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ১৯:৫৬
৫ ওভারে চেন্নাই ৩৮-১
কোয়েৎজির ওভার থেকে ১৪ রান নিলেন রুতুরাজ। দু’টি চার এবং একটি ছয় মারলেন।
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ১৯:৪৫
৩ ওভারে চেন্নাই ১৮-১
চতুর্থ বলে ছয় মারলেন রুতুরাজ। সঙ্গে এই ওভার থেকে এল তিনটি খুচরো রান।