সরাসরি: ৮২ রানে আউট ঈশান, অর্ধশতরান করে লড়ছেন হার্দিক, ৩৯ ওভার শেষে ভারত ২০৯/৫

এশিয়া কাপে মুখোমুখি ভারত-পাকিস্তান।

চার বছর পর এক দিনের ক্রিকেটে আবার ভারত-পাকিস্তান।

শুধু মূল বিষয়গুলি

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪৯ key status

আউট ঈশান

ভারতীয় সমর্থকেরা আশা করেছিলেন ঈশান কিশন শতরান করবেন। ৮২ রান করে আউট হলেন তিনি। শতরান থেকে ১৮ রান দূরে থেমে গেল ভারতীয় উইকেটরক্ষকের ইনিংস। রউফের বলে বড় শট খেলতে গিয়ে ঈশান ক্যাচ দিলেন বাবরের হাতে।

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩৪ key status

অর্ধশতরান হার্দিকের

৬২ বলে অর্ধশতরান করলেন হার্দিক। এক দিনের ক্রিকেটে এটি তাঁর একাদশতম অর্ধশতরান। ৩৫ ওভারে ১৮৩ রান তুলল ভারত।

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১২ key status

৩০ ওভারে ১৪৯ রান

শেষ ১০ ওভারে উইকেট হারায়নি ভারত। ৫ রান প্রতি ওভার গড়ে রান তুলছে তারা। ঈশান এবং হার্দিকের জুটিতে ভরসা রাখছে ভারত।

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০৯ key status

ঈশানের অর্ধশতরান

চার উইকেট হারানোর পর থেকে ঈশান লড়াইটা শুরু করেছিলেন। তিনি এক দিনের ক্রিকেটে সপ্তম অর্ধশতরান করে ফেললেন। 

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৫৫

২৫ ওভারে ১২৭ রান

পরিস্থিতি কিছুটা সামাল দিলেন ঈশান কিশনেরা। অর্ধশতরানের পথে বাঁহাতি ব্যাটার। হার্দিক ৩০ রানে ব্যাট করছেন।

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৩৩ key status

২০ ওভার শেষে

চার উইকেট হারিয়ে বেশ চাপে ভারত। ২০ ওভার লেগে গেল ১০০ রান তুলতে। ভারতের হয়ে লড়াই করছেন ঈশান কিশন এবং হার্দিক পাণ্ড্য। তবে পেসারদের মতো দাপট দেখাতে পারছেন না পাকিস্তানের স্পিনারেরা। 

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২৭

লড়াই করছেন ঈশান

প্রথম চার ব্যাটার আউট হওয়ার পর রান রেট ঠিক রাখার দায়িত্ব পালন করছেন ঈশান কিশন। ২৯ বলে ২৯ রান করেছেন তিনি। 

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১১ key status

আউট শুভমন

ওপেন করতে নেমেছিলেন শুভমন গিল। খেললেন ৩২টি বল। করলেন ১০ রান। হ্যারিস রউফের বল তিনি টেনে আনলেন উইকেটে। বোল্ড হলেন শুভমনও। ভারতের প্রথম তিন ব্যাটারই বোল্ড হলেন। 

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০৬

বোলার পরিবর্তন

১৪তম ওভারে স্পিনার নিয়ে এল পাকিস্তান। শাদাব খান বল করতে এলেন। প্রথম ১৩ ওভার পেসার বল করলেন। সেই ওভারগুলিতে তিন উইকেট হারিয়ে ভারত ৬৩ রান তুলেছে। পাঁচ ওভার করে বল করেছেন শাহিন আফ্রিদি এবং নাসিম শাহ। তিন ওভার বল করেছেন হ্যারিস রউফ।  

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪৫ key status

আবার বৃষ্টি

বৃষ্টি শুরু হয়েছে। আবার বন্ধ খেলা। গত বার বৃষ্টির পর খেলা শুরু হতেই রোহিত আউট হয়ে গিয়েছিলেন। তিনটি উইকেট পর পর চলে গেল ভারতের। ১১.২ ওভারে ৫১ রান তুলেছে তারা।

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩২ key status

১০ ওভার শেষে ৪৮ রান

৪৮ রানের মধ্যে তিন উইকেট চলে গেল ভারতের। শাহিন আফ্রিদি নিলেন দু’উইকেট। একটি উইকেট নিলেন হ্যারিস রউফ। রোহিত শর্মা (১১), বিরাট কোহলি (৪) এবং শ্রেয়স আয়ার (১৪) আউট। 

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৮ key status

আউট শ্রেয়স

হ্যারিস রউফের বলে পুল করতে গিয়ে আউট হলেন শ্রেয়স আয়ার। 

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১০ key status

বোল্ড বিরাট

স্টাম্পের বাইরে থেকে বল উইকেটে টেনে আনলেন বিরাট। শাহিন পর পর দু’ওভারে ফিরিয়ে দিলেন ভারতের অন্যতম দুই সেরা ব্যাটারকে।

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৫

বিরাটের কভার ড্রাইভ

নাসিম শাহকে কভার ড্রাইভ মারলেন বিরাট। 

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫৯ key status

আউট রোহিত

শাহিনের বলে বোল্ড রোহিত। খেলা শুরু হতেই আউট হয়ে গেলেন ভারত অধিনায়ক। বৃষ্টির পর খেলা শুরু হতে পর পর দুটো বলে আউট সুইং করিয়েছিলেন শাহিন আফ্রিদি। পরের বলটি ইনসুইং করেন। তাতে বোল্ড হলেন রোহিত।

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪৯ key status

বৃষ্টি বন্ধ

বৃষ্টি থেমে গিয়েছে। কিছু ক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। পিচের কভার সরিয়ে ফেলা হয়েছে।

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪২ key status

বৃষ্টিতে খেলা বন্ধ

বৃষ্টির সম্ভাবনা ছিল। আশঙ্কা করা হয়েছিল যে, বৃষ্টিতে খেলা বন্ধ হতে পারে। সেটাই হল। মাত্র ৪.২ ওভার খেলা হওয়ার পরেই বৃষ্টি শুরু হয়ে যায়। ভারত ১৫ রান তুলেছে। কোনও উইকেট নিতে পারেনি পাকিস্তান। খেলা বন্ধ রয়েছে বৃষ্টির জন্য।

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১৩

প্রথম ওভারে ছ’রান

শাহিন আফ্রিদির প্রথম বলটাই ছিল ইয়র্কার। কিন্তু উইকেটে ছিল না। পরের বলেই কব্জির মোচড়ে লেগ সাইডে চার মারলেন রোহিত। সেই বলটিতে ক্যাচ নেওয়ার সুযোগ পেয়েছিলেন স্কোয়ার লেগে দাঁড়ানো পাকিস্তানের ফিল্ডার। কিন্তু তিনি ধরতে পারেননি বলটি চারে চলে যায়। সেই ওভারে ৬ রান তুলল ভারত।

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৩৯ key status

ভারতের একাদশ

দুই স্পিনার এবং তিন পেসার নিয়ে নামছে ভারত। তবু প্রথম একাদশে নেই মহম্মদ শামি।

timer শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৩৬ key status

পাকিস্তানের প্রথম একাদশ

নেপালের বিরুদ্ধে যে একাদশ খেলেছিল, সেই দল নিয়েই নামছেন বাবরেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.