এশিয়া কাপে মুখোমুখি ভারত-পাকিস্তান।
চার বছর পর এক দিনের ক্রিকেটে আবার ভারত-পাকিস্তান।
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪৯
আউট ঈশান
ভারতীয় সমর্থকেরা আশা করেছিলেন ঈশান কিশন শতরান করবেন। ৮২ রান করে আউট হলেন তিনি। শতরান থেকে ১৮ রান দূরে থেমে গেল ভারতীয় উইকেটরক্ষকের ইনিংস। রউফের বলে বড় শট খেলতে গিয়ে ঈশান ক্যাচ দিলেন বাবরের হাতে।
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩৪
অর্ধশতরান হার্দিকের
৬২ বলে অর্ধশতরান করলেন হার্দিক। এক দিনের ক্রিকেটে এটি তাঁর একাদশতম অর্ধশতরান। ৩৫ ওভারে ১৮৩ রান তুলল ভারত।
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১২
৩০ ওভারে ১৪৯ রান
শেষ ১০ ওভারে উইকেট হারায়নি ভারত। ৫ রান প্রতি ওভার গড়ে রান তুলছে তারা। ঈশান এবং হার্দিকের জুটিতে ভরসা রাখছে ভারত।
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০৯
ঈশানের অর্ধশতরান
চার উইকেট হারানোর পর থেকে ঈশান লড়াইটা শুরু করেছিলেন। তিনি এক দিনের ক্রিকেটে সপ্তম অর্ধশতরান করে ফেললেন।
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৫৫
২৫ ওভারে ১২৭ রান
পরিস্থিতি কিছুটা সামাল দিলেন ঈশান কিশনেরা। অর্ধশতরানের পথে বাঁহাতি ব্যাটার। হার্দিক ৩০ রানে ব্যাট করছেন।
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৩৩
২০ ওভার শেষে
চার উইকেট হারিয়ে বেশ চাপে ভারত। ২০ ওভার লেগে গেল ১০০ রান তুলতে। ভারতের হয়ে লড়াই করছেন ঈশান কিশন এবং হার্দিক পাণ্ড্য। তবে পেসারদের মতো দাপট দেখাতে পারছেন না পাকিস্তানের স্পিনারেরা।
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২৭
লড়াই করছেন ঈশান
প্রথম চার ব্যাটার আউট হওয়ার পর রান রেট ঠিক রাখার দায়িত্ব পালন করছেন ঈশান কিশন। ২৯ বলে ২৯ রান করেছেন তিনি।
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১১
আউট শুভমন
ওপেন করতে নেমেছিলেন শুভমন গিল। খেললেন ৩২টি বল। করলেন ১০ রান। হ্যারিস রউফের বল তিনি টেনে আনলেন উইকেটে। বোল্ড হলেন শুভমনও। ভারতের প্রথম তিন ব্যাটারই বোল্ড হলেন।
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০৬
বোলার পরিবর্তন
১৪তম ওভারে স্পিনার নিয়ে এল পাকিস্তান। শাদাব খান বল করতে এলেন। প্রথম ১৩ ওভার পেসার বল করলেন। সেই ওভারগুলিতে তিন উইকেট হারিয়ে ভারত ৬৩ রান তুলেছে। পাঁচ ওভার করে বল করেছেন শাহিন আফ্রিদি এবং নাসিম শাহ। তিন ওভার বল করেছেন হ্যারিস রউফ।
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪৫
আবার বৃষ্টি
বৃষ্টি শুরু হয়েছে। আবার বন্ধ খেলা। গত বার বৃষ্টির পর খেলা শুরু হতেই রোহিত আউট হয়ে গিয়েছিলেন। তিনটি উইকেট পর পর চলে গেল ভারতের। ১১.২ ওভারে ৫১ রান তুলেছে তারা।
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩২
১০ ওভার শেষে ৪৮ রান
৪৮ রানের মধ্যে তিন উইকেট চলে গেল ভারতের। শাহিন আফ্রিদি নিলেন দু’উইকেট। একটি উইকেট নিলেন হ্যারিস রউফ। রোহিত শর্মা (১১), বিরাট কোহলি (৪) এবং শ্রেয়স আয়ার (১৪) আউট।
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৮
আউট শ্রেয়স
হ্যারিস রউফের বলে পুল করতে গিয়ে আউট হলেন শ্রেয়স আয়ার।
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১০
বোল্ড বিরাট
স্টাম্পের বাইরে থেকে বল উইকেটে টেনে আনলেন বিরাট। শাহিন পর পর দু’ওভারে ফিরিয়ে দিলেন ভারতের অন্যতম দুই সেরা ব্যাটারকে।
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৫
বিরাটের কভার ড্রাইভ
নাসিম শাহকে কভার ড্রাইভ মারলেন বিরাট।
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫৯
আউট রোহিত
শাহিনের বলে বোল্ড রোহিত। খেলা শুরু হতেই আউট হয়ে গেলেন ভারত অধিনায়ক। বৃষ্টির পর খেলা শুরু হতে পর পর দুটো বলে আউট সুইং করিয়েছিলেন শাহিন আফ্রিদি। পরের বলটি ইনসুইং করেন। তাতে বোল্ড হলেন রোহিত।
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪৯
বৃষ্টি বন্ধ
বৃষ্টি থেমে গিয়েছে। কিছু ক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। পিচের কভার সরিয়ে ফেলা হয়েছে।
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪২
বৃষ্টিতে খেলা বন্ধ
বৃষ্টির সম্ভাবনা ছিল। আশঙ্কা করা হয়েছিল যে, বৃষ্টিতে খেলা বন্ধ হতে পারে। সেটাই হল। মাত্র ৪.২ ওভার খেলা হওয়ার পরেই বৃষ্টি শুরু হয়ে যায়। ভারত ১৫ রান তুলেছে। কোনও উইকেট নিতে পারেনি পাকিস্তান। খেলা বন্ধ রয়েছে বৃষ্টির জন্য।
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১৩
প্রথম ওভারে ছ’রান
শাহিন আফ্রিদির প্রথম বলটাই ছিল ইয়র্কার। কিন্তু উইকেটে ছিল না। পরের বলেই কব্জির মোচড়ে লেগ সাইডে চার মারলেন রোহিত। সেই বলটিতে ক্যাচ নেওয়ার সুযোগ পেয়েছিলেন স্কোয়ার লেগে দাঁড়ানো পাকিস্তানের ফিল্ডার। কিন্তু তিনি ধরতে পারেননি বলটি চারে চলে যায়। সেই ওভারে ৬ রান তুলল ভারত।
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৩৯
ভারতের একাদশ
দুই স্পিনার এবং তিন পেসার নিয়ে নামছে ভারত। তবু প্রথম একাদশে নেই মহম্মদ শামি।
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৩৬
পাকিস্তানের প্রথম একাদশ
নেপালের বিরুদ্ধে যে একাদশ খেলেছিল, সেই দল নিয়েই নামছেন বাবরেরা।