সরাসরি: অর্ধশতরান ডুপ্লেসির, মুম্বইয়ের বিরুদ্ধে বেঙ্গালুরু ১৫ ওভারে ১৩০/৪

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচ দু’দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ।

শুধু মূল বিষয়গুলি

timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ২০:৪৭ key status

অর্ধশতরান ডুপ্লেসির

দলকে টানছেন অধিনায়ক ফাফ ডুপ্লেসি। মরসুমে প্রথম অর্ধশতরান করলেন তিনি। ৩৩ বলে ৫০ করেছেন ডুপ্লেসি। 

timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ২০:৩৭ key status

আউট গ্লেন ম্যাক্সওয়েল

আরও একটি ম্যাচে হতাশ করলেন ম্যাক্সওয়েল। শ্রেয়স গোপালের বলে শূন্য রানে আউট হয়ে ফিরলেন তিনি। 

timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ২০:৩১ key status

আউট পাটীদার

অর্ধশতরান করে আউট পাটীদার। কোয়েৎজ়ির বলে আউট হলেন তিনি। ১০৫ বলে তৃতীয় উইকেট হারাল বেঙ্গালুরু। 

timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ২০:২৯ key status

অর্ধশতরান পাটীদারের

ভাল খেলছেন রজত পাটীদার। জেরাল্ড কোয়েৎজ়িকে পর পর দু’টি ছক্কা মেরে ৫০ রান করেছেন তিনি। অর্ধশতরান করতে ২৫ বল নিয়েছেন তিনি। 

timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ২০:১৪ key status

৯ ওভারে বেঙ্গালুরুর রান ২ উইকেটে ৭৬

দলের রানতে টেনে নিয়ে যাচ্ছে ডুপ্লেসি ও পাটীদার। ডুপ্লেসি ৩৮ ও পাটীদার ২৬ রানে ব্যাট করছেন। 

timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ১৯:৫৯ key status

পাওয়ার প্লে শেষে বেঙ্গালুরুর রান ২ উইকেটে ৪৪

ফাফ ডুপ্লেসি ২২ ও রজত পাটীদার ১১ রান করে ব্যাট করছেন। জুটি গড়ার চেষ্টা করছেন দুই ব্যাটার। 

timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ১৯:৪৮ key status

আউট উইল জ্যাকস

কোহলির পরে আউট হয়ে গেলেন উইল জ্যাকস। ৬ বলে ৮ রান করে আকাশ মাধোয়ালের বলে আউট হয়ে যান তিনি। ২৩ রানে দ্বিতীয় উইকেট হারাল বেঙ্গালুরু। 

timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ১৯:৪৩ key status

আউট বিরাট কোহলি

চলল না বিরাট কোহলির ব্যাট। যশপ্রীত বুমরার বল তাঁর ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক ঈশান কিশনের কাছে যায়। ক্যাচ ধরতে ভুল করেননি ঈশান। ৯ বল খেলে ৩ রানে আউট হয়েছেন কোহলি। 

timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ১৯:৩৮ key status

২ ওভারে বেঙ্গালুরু ১৪/০

ব্যাট করছেন কোহলি (৩) এবং ডুপ্লেসি (১১)।

timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ১৯:০৯ key status

বেঙ্গালুরুর প্রথম একাদশ

বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি, উইল জ্যাকস, রজত পাটীদার, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক, মহিপাল লোমরোর, রিচি টপলি, বিজয়কুমার বৈশাখ, মহম্মদ সিরাজ়, আকাশ দীপ।

timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ১৯:০৮ key status

মুম্বইয়ের প্রথম একাদশ

রোহিত শর্মা, ঈশান কিশন, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, টিম ডেভিড, রোমারিয়ো শেফার্ড, মহম্মদ নবি, শ্রেয়স গোপাল, যশপ্রীত বুমরা, জেরাল্ড কোয়েৎজ়ি, আকাশ মাধোয়াল।

timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ১৯:০২ key status

টস জিতল মুম্বই

বেঙ্গালুরুর বিরুদ্ধে টস জিতল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। অর্থাৎ, প্রথমে ব্যাট করতে হবে বিরাট কোহলিদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.