সরাসরি: বসিরহাটে এসপি অফিসের সামনে ঠায় বসে সুকান্ত, রাতে থাকবেন বলে বাঁধা হচ্ছে মঞ্চ!

এসপি অফিসের সামনে ধর্না সুকান্তের, রাতে থাকার জন্য তৈরি হল অস্থায়ী মঞ্চ

বসিরহাট এসপি অফিসের সামনেই রাত কাটাবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে এসপি অফিস ঘেরাও কর্মসূচিতে গিয়ে রাস্তায় ঠায় বসে সুকান্ত। অন্য দিকে, এসপি অফিসের পাশেই বিজেপির তরফ থেকে তৈরি হচ্ছে ধর্নামঞ্চ। রাতে সেখানেই থাকবেন বিজেপির রাজ্য সভাপতি। এসপি অফিসের সামনে বিক্ষোভ চলাকালীন বিজেপির সাত জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ। তাঁদের সবাইকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। এই দাবিতেই ধর্না চলছে বলে জানান সুকান্ত।

timer শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৪৯ key status

দ্বিতীয় বার আর জামিন পেলেন না বিজেপির বিকাশ এবং তৃণমূল থেকে বহিষ্কৃত উত্তম

দ্বিতীয় বার গ্রেফতারির পর চার দিনের পুলিশি হেফাজত হল সন্দেশখালিকাণ্ডে পৃথক মামলায় ধৃত বিজেপির বিকাশ সিংহ এবং তৃণমূল থেকে বহিষ্কার হওয়া নেতা উত্তম সর্দারের। মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালত এই নির্দেশ দিয়েছে।

timer শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০৭ key status

১৮ ফেব্রুয়ারি সন্দেশখালিতে তৃণমূলের জনসভার ঘোষণা পার্থের

কালীনগরে গিয়ে সেচমন্ত্রী পার্থ বলেন, ‘‘মা, বোনেরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক। এটা উত্তরপ্রদেশ নয়। যেখানে ধর্ষণ করে নির্যাতিতাকে পুড়িয়ে দেওয়া হয়। এটা বাংলা, এখানে মায়েদের সম্মান নষ্ট হয় না।’’ ১৮ ফেব্রুয়ারি সন্দেশখালিতে তৃণমূলের জনসভা হবে বলেও ঘোষণা করেন পার্থ। 

timer শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫৯ key status

চার দিনের পুলিশ হেফাজত বিকাশ, উত্তমের

মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় বিজেপি নেতা বিকাশ সিংহ এবং তৃণমূল নেতা উত্তম সর্দারকে। আদালত তাঁদের দু’জনকেই চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। 

timer শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪৪ key status

সন্দেশখালিতে তৃণমূল

সন্দেশখালি ১ ব্লকের কালীনগরের দিকে রওনা দিল তৃণমূলের প্রতিনিধিদল। দলে রয়েছেন মন্ত্রী পার্থ ভৌমিক, বিধায়ক নারায়ণ গোস্বামী প্রমুখ। কালীনগরে একটি বৈঠক করার কথা রয়েছে পার্থদের।  

timer শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪২ key status

সন্দেশখালিতে ফিরল ইন্টারনেট পরিষেবা

সন্দেশখালিতে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ ভাবে বহাল হল। সোমবার আংশিক ইন্টারনেট পরিষেবা ফিরেছিল। মঙ্গলবার সম্পূর্ণ পরিষেবা ফেরান হল। 

timer শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:২৬ key status

পুলিশের লাঠিচার্জে আহত ১২ বিজেপি সমর্থক

পুলিশের লাঠিচার্জে ১২ কর্মী সমর্থক আহত হয়েছেন বলে দাবি বিজেপির। আহতদের বসিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

timer শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০৭ key status

আবার পুলিশের লাঠিচার্জ

পুলিশ লাঠিচার্জ করে বসিরহাটের বোডঘাট এলাকায় রাস্তা অবরোধকারী বিজেপি কর্মী, সমর্থকদের তুলে দিল পুলিশ। এসপি অফিসের সামনে পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে বসিরহাট বোডঘাট এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। বেশ কিছু ক্ষণ রাস্তা অবরোধ থাকার পর লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয় পুলিশ। ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করেছে বলেও দাবি বিজেপির।

timer শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০৭ key status

বিজেপির অভিযান শেষ হতে না হতেই শুরু বামেদের এসপি অফিস অভিযান

বসিরহাটে বিজেপির এসপি অফিস ঘেরাও কর্মসূচি শেষ হতে না হতেই পথে নামে সিপিআই। মঙ্গলবার তাদেরও এসপির কাছে ডেপুটেশন দেওয়ার কথা।

timer শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০৪ key status

আগুন জ্বালিয়ে পথ অবরোধ বিজেপির

এসপি অফিস ঘেরাও কর্মসূচিতে পুলিশি অত্যাচারের প্রতিবাদে বসিরহাটের বোডঘাটে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ বিজেপির। 

timer শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫০ key status

রণক্ষেত্র! পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি বিজেপির, পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটাল পুলিশ

বিজেপির এসপি অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে ক্রমশ ঘোরালো হচ্ছে পরিস্থিতি। পুলিশের দিকে ইটবৃষ্টি শুরু হয়। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েছে পুলিশ।  

timer শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪১ key status

সন্দেশখালিতে ১৪৪ ধারা খারিজ করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট

সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে বসিরহাটে এসপি অফিস ঘেরাও কর্মসূচি চলছে। সেই কর্মসূচি ঘিরে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর তার মধ্যে কলকাতা হাই কোর্ট নির্দেশ দিল সন্দেশখালিতে ১৪৪ ধারা খারিজের। আদালতের পর্যবেক্ষণ, কোন কোন এলাকা উত্তেজনাপ্রবণ, সেগুলো চিহ্নিত করতে হবে।

timer শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৩৯ key status

পুলিশের লাঠিচার্জ, পাল্টা শুরু হল ইটবৃষ্টি! রণক্ষেত্র বসিরহাটের এসপি অফিস এলাকা

সন্দেশখালির ঘটনার প্রতিবাদে সুকান্ত মজুমদারদের বসিরহাটের এসপি অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল ওই এলাকা। পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে ঢুকে যান বিজেপি কর্মী এবং সমর্থকরা। পুলিশ লাঠিচার্জ করে। পাল্টা পুলিশের দিকে ইটবৃষ্টি শুরু হয়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কর্মী এবং সমর্থকদের নিয়ে এসপি অফিসের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

timer শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৩৩ key status

সুকান্তের ঘোষণা, পুলিশ অভিযোগ না শোনা পর্যন্ত অবস্থান চলবে

পুলিশের ব্যারিকেড ভেঙে বসিরহাটের এসপি অফিসের সামনে বসে বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদাররা। তিনি ঘোষণা করেছেন, পুলিশ তাঁদের অভিযোগ না শোনা পর্যন্ত ওই স্থানেই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন।

timer শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:২৮ key status

এসপি অফিসের সামনে বসে বিক্ষোভ সুকান্তের

সন্দেশখালিতে বিজেপির এসপি অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা। পুলিশি বাধা উপেক্ষা করে এসপি অফিসের সামনে এগিয়ে চলেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরা। পুলিশের সঙ্গে তর্কাতর্কি, বিতণ্ডা চলছে। তার মধ্যেই সুকান্ত জানালেন তিনি এসপি অফিসের সামনে মাটিতে বসে বিক্ষোভ প্রদর্শন করবেন। সেই মতো এসপি অফিসের সামনে অবস্থানে বসে পড়েন সুকান্ত।

timer শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:২৪ key status

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আহত বেশ কয়েক জন বিজেপি কর্মী

পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে গিয়ে সংঘর্ষে জড়ালেন বিজেপির কর্মী এবং সমর্থকেরা। লাঠিচার্জ করেছে পুলিশ। আহত হয়েছেন বেশ কয়েক জন বিজেপি কর্মী। বিজেপি নেতৃত্বের অভিযোগ, মহিলাদের উপরও নির্বিচারে লাঠি চালায় পুলিশ।

timer শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:১৭ key status

লাঠি উঁচিয়ে সুকান্তদের তাড়া পুলিশের

একের পর এক ব্যারিকেড ভেঙে এসপি অফিসের কাছাকাছি পৌঁছে গিয়েছে বিজেপি। কিন্তু পুলিশের বাধার মুখে থমকে গিয়েছে মিছিল। লাঠি উঁচিয়ে বিজেপি কর্মী, সমর্থকদের তাড়া করতে দেখা যায় পুলিশকে। তৈরি রয়েছে জলকামান, কাঁদানে গ্যাসের শেলও। 

timer শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:০৯ key status

পুলিশের দেওয়া প্রথম ব্যারিকেড ভেঙে ফেললেন বিজেপি কর্মী, সমর্থকেরা

এসপি অফিসের আরও কাছে বিজেপি। প্রথম ব্যারিকেড ভেঙে ফেললেন বিজেপি কর্মীরা। পুলিশ তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করছে। দু’পক্ষে ধস্তাধস্তি শুরু হয়েছে। 

timer শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৩৪ key status

স্টেশনে নেমে বাইকে বসিরহাট এসপি অফিসে রওনা সুকান্তদের

বসিরহাট স্টেশন থেকে বাইক মিছিল করে এসপি অফিসের উদ্দেশে রওনা সুকান্ত মজুমদারের। সঙ্গে বিজেপি কর্মী, সমর্থকেরা। পুলিশের চোখ এড়াতে বড় রাস্তা নয়, বসিরহাট স্টেশন থেকে গলি দিয়ে এসপি অফিসের দিকে রওনা দেন সুকান্ত। 

timer শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:০৮ key status

সন্দেশখালি নিয়ে পথে এসইউসিআই

সন্দেশখালির ঘটনা নিয়ে এ বার পথে নামল এসইউসিআই। বসিরহাটে বিক্ষোভ মিছিল। তাঁদের অভিযোগ, সন্দেশখালির মহিলারা নির্যাতিত, সেখানে সাধারণ মানুষের জমি কেড়ে নেওয়া হচ্ছে। এসইউসির দাবি, যাঁরা এই ঘটনা ঘটাচ্ছেন তাঁদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। বসিরহাটের টাউন হল থেকে মিছিল শুরু করে ইটিন্ডা রোড হয়ে বটঘাটে এসে বিক্ষোভ মিছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.