ফের একবার হাসপাতালে ভর্তি হলেন জনপ্রিয় কথা সাহিত্যিক বুদ্ধদেব গুহ। জানা গিয়েছে শ্বাসকষ্টজনিত সমস্যার জন্যই রবিবার সন্ধ্যায় হাতপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। আপাতত আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। এদিকে শ্বাসকষ্ট ছাড়াও বুদ্ধদেব গুহর মূত্রনালীতেও সংক্রমণ রয়েছে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। তাঁর শারীরিক দিকে নজর রাখতে চারজ চিকিত্সকের একটি দল গঠিত হয়েছে। এদিকে তাঁর করোনা পরীক্ষআ করানো হয়েছে। তবে সেই রিপোর্ট গতকাল রাত পর্যন্ত মেলেনি বলে খবর।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে মাসে করোনা আক্রান্ত হন বুদ্ধদেব গুহ। তবে সেবার প্রথমে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়নি। কলকাতার একটি হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। শ্বাসকষ্ট শুরু হলে বাধ্য হয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকরা তাঁকে স্থানান্তরিত করেন। এরপর টানা ৩৩ দিন হাসপাতালে চিকিৎসা চলে এই প্রবীণ সাহিত্যিকের। এরপর মে মাসে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেরেন বুদ্ধদেব গুহ।
এর আগে সাহিত্যিকের সঙ্গে করোনা আক্রান্ত হন তাঁর কন্যা এবং গাড়ির চালকও। করোনা আক্রান্ত হওয়ার পর ৮৪ বছরের এই প্রবীণ সাহিত্যিক বলেছিলেন, আমি এখনই ফুরোব না। এর আগে এই বছরই করোনার কারণে বাংলা হারিয়েছে কবি শঙ্খ ঘোষকে। এই আবহে ফের বুদ্ধদেব গুহ হাসপাতালে ভর্তি হওয়ায় শঙ্কিত বাংলার সাহিত্য মহল।