পৃথক দুই জায়গায় বাজ পড়ে মৃত্যু হল দুই জনের, জখম আরও দু’জন। শনিবার বিকেলে প্রথম ঘটনাটি ঘটে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার।
স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন বিকেলে ফাঁকা জমিতে ধানের চারা পুঁতছিল কয়েকজন। আকাশ মেঘলা ছিল, সেই সময় বাজ পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দু’জন গুরুত্বর জখম হয়। স্থানীয়রা জখমদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক একজনকে মৃত জানায়। বাকি দু’জনের চিকিৎসা চলছে।
পুলিশ জানায় মৃত সুভাষ রায় (৪৫), পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গীর হাকিম পাড়ার বাসিন্দা। অন্যদিকে ক্রান্তি এলাকার মৌলানীতে বাজ পড়ে এক যুবকের মৃত্যু হয়। মৃতের নাম নিরোদ পল রায় (২২), বাড়ি ওই এলাকায়। ওই যুবক জমিতে ধানের চারা বুনছিলেন। সেই সময় বাজ পড়ে মারা যায়। মৃতদেহ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রয়েছে। রবিবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।