Life Certificate: ভিডিয়ো কলের মাধ্যমেই ‘লাইফ সার্টিফিকেট’ জমা দিন SBI-তে, জেনে নিন পুরো প্রক্রিয়া

এবার বাড়িতে বসে ভিডিয়ো কলের মাধ্যমেই ‘লাইফ সার্টিফিকেট’ জমা দিতে পারবেন পেনশনভোগীরা। আগামিকাল (১ নভেম্বর) থেকে ভারতের প্রথম ‘ভিডিয়ো লাইফ সার্টিফিকেট’ পরিষেবা চালু করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)।

সম্প্রতি ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে টুইটারে বলা হয়, ‘এবার নিজের বাড়ি থেকেই জমা দিতে পারবেন লাইফ সার্টিফিকেট। আগামী ১ নভেম্বর থেকে আমাদের যে #ভিডিয়ো লাইফ সার্টিফিকেট পরিষেবা চালু করা হচ্ছে, তার মাধ্যমে ভিডিয়ো কলের মাধ্যমে পেনশনভোগীরা সহজেই জমা দিতে পারবেন লাইফ সার্টিফিকেট।’ কীভাবে সেই লাইফ পেনশন সার্টিফিকেট জমা দিতে হবে, তা ভিডিয়োর মাধ্যমে বুঝিয়েও দিয়েছে এসবিআই।

ট্রেন্ডিং স্টোরিজ

কাজের খোঁজে ভারতে অনুপ্রেবেশের অভিযোগে ধৃত ১০জনের মধ্যে চারজন মহিলা
কাজের খোঁজে সীমান্ত পেরিয়ে ভারতে, অসমে পুলিশের জালে ১০ ….
রাষ্ট্রীয় একতা দিবসে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী. (ANI Photo)
জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সব চ্য়ালেঞ্জ নিতে তৈরি দেশ ….
একটা সময় ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এক বছরে গোপালা পলিপ্লাস্টের প্রতিটি শেয়ারের দাম ৭৭২ টাকায় পৌঁছে গিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
৪.৫১ টাকা থেকে ৭৭২ টাকা – ১ বছরে ১৭,০০০% উত্থান হল এই স ….
এভাবে মসজিদের প্রার্থনা করা হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্য সইফুল রেডজুয়ান/আনাদোলু এজেন্সি/পিকচার অ্যালোয়েন্স/ডয়েচ ভেলে)
ফেজ টুপি পরেই মন্দিরে শিবপুজো মুসলিম ভক্তের,গঙ্গাজলে মন ….
কীভাবে ভিডিয়ো কলের মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা দেবেন?

১) SBI Pension Seva Portal-এ (www.pensionseva.sbi) যান।

২) ‘ভিডিয়ো লাইফ সার্টিফিকেট’ পরিষেবার জন্য ‘VideoLC’-তে ক্লিক করুন।

৩) এসবিআইয়ের পেনশন অ্যাকাউন্ট নম্বর লিখুন। আপনার রেজিস্টার্ড ফোন নম্বরে আসা OTP দিন।

৪) ‘Terms & Conditions’ পড়ে নিন। তারপর ‘Accept’ করুন। ‘Start Journey’-তে ক্লিক করুন।

৫) প্যান কার্ড হাতের কাছে রাখুন। ‘I am Ready’-তে ক্লিক করুন।

৬) ভিডিয়ো কল শুরু করার অনুমতি দিন। এসবিআই আধিকারিক এলেই আলোচনা শুরু হবে। (নিজের সময়মতোও সেই সাক্ষাতের সময় আগে থেকেই নির্ধারণ করে রাখতে পারেন)।

৭) আপনার স্ক্রিনে দেখানো চার ডিজিটের ভেরিফিকেশন কোড জানতে চাইবেন এসবিআই আধিকারিক।

৮) এসবিআই আধিকারিককে নিজের প্যানকার্ড নম্বর দেখান। তা ছবি তুলে নিতে দিন।

৯) আপনার ছবি তুলবেন এসবিআই আধিকারিক। তারপর ‘ভিডিয়ো লাইফ সার্টিফিকেট’ প্রক্রিয়া শেষ হয়ে যাবে।

বিশেষ দ্রষ্টব্য: যদি কোনও কারণে আপনার লাইফ সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়, তাহলে এসএমএস বা অন্য কোনও উপায়ে জানিয়ে দেবে এসবিআই। সেক্ষেত্রে আপনাকে নিকটবর্তী এসবিআই শাখায় যেতে হবে। সেখানে জমা দিতে হবে নিজের লাইফ সার্টিফিকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.