এবার থেকে প্রতি বছর ২৩ জানুয়ারি, নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন ‘পরাক্রম দিবস’ হিসাবে পালিত হবে। নেতাজির জন্মদিন ‘পরাক্রম দিবস’ হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবছর নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন, ২৩ জানুয়ারি ‘পরাক্রম দিবস’ হিসাবে পালিত হবে। মঙ্গলবার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদানকে স্মরণ করে এবার থেকে তাঁর জন্মদিনকে (২৩ জানুয়ারি) ‘পরাক্রম দিবস’ হিসাবে পালন করবে কেন্দ্রীয় সরকার।
উল্লেখ্য, আগামী ২৩ জানুয়ারি নেতাজির ১২৫ তম জন্মদিনে কলকাতায় একাধিক অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশাপাশি জাতীয় গ্রন্থাগারে নেতাজির জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তার আগে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে জানানো হল, এবার থেকে প্রতিবছর নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন ‘পরাক্রম দিবস’ হিসাবে পালিত হবে।
2021-01-19