রাজ্যে বদলিতে অনিয়ম নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

রাজ্যে ভোটের আগে বদলিতে অনিয়ম নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি বৃহস্পতিবার এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কৌশলে ‘নির্দিষ্ট’ পুলিশ অফিসারদের একই জেলায় নিয়োগ দিচ্ছেন। তাঁদের ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) নির্দেশিকা অনুসারে অন্য জেলায় বদলি হওয়ার কথা ছিল। এই সঙ্গে যুক্ত করা আদেশটি ইসিআই-এর নির্দেশিকাকে লঙ্ঘন করছে।

এটি এমন একটি মডেল যা রাজ্যজুড়ে পছন্দের পুলিশ অফিসারদের জেলাগুলিতে পোস্ট করার জন্য মুখ্যমন্ত্রীর ইচ্ছা এবং অভিনবত্ব অনুসারে প্রয়োগ করা হবে। যাতে এই অফিসাররা বাঁকা পথে আসন্ন লোকসভা নির্বাচনের সময় টিএমসি-কে সাহায্য করতে পারে। এই অফিসার হাওড়া জেলার বাসিন্দা এবং ভোটার। তিনি হাওড়া পুলিশ কমিশনারেটের পদে ছিলেন এবং অন্য জেলায় বদলি হতে চলেছেন, কিন্তু ঘটনার পালাক্রমে তাঁকে এখন স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়েছে।

আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করবো দয়া করে এই ধরনের লঙ্ঘনগুলি লিখে নিন এবং কঠোর নজরদারি রাখুন। যাতে টিএমসি পার্টি প্রশাসনের অপব্যবহার করে অন্যায্য সুবিধা পেতে না পারে। আমি সজাগ থাকব। যখন আমি এটি পাবো তখন এই ধরনের তথ্য জানাতে থাকব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.