প্রয়াত কবি-সাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা প্রীতীশ নন্দী। বুধবার মুম্বইয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। রাজ্যসভার সাংসদও ছিলেন তিনি। প্রীতীশের প্রয়াণে শোকপ্রকাশ করে সমাজমাধ্যমে পোস্ট করেছেন অভিনেতা অনুপম খের।
বন্ধুর প্রয়াণে অনুপম লিখেছেন, “আমার খুব কাছের বন্ধুর মৃত্যুর খবরে আমি গভীর ভাবে শোকাহত। প্রীতীশ ছিলেন একজন অসাধারণ কবি, সাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা এবং একজন সাহসী ও অনন্য সাংবাদিক। মুম্বইয়ে আমার শুরুর দিনগুলিতে তিনি আমার মনে সবসময় শক্তি জুগিয়েছেন। আমাদের মধ্যে অনেক কিছুর মিল রয়েছে। আমার যত বন্ধু রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাহসী ব্যক্তিত্ব ছিলেন তিনি। তাঁর থেকে আমি অনেক কিছুই শিখেছি। শেষের দিকে আমাদের খুব বেশি দেখা হত না। কিন্তু একটা সময় ছিল, যখন আমরা অবিচ্ছেদ্য ছিলাম।”
‘সুর’, ‘কাঁটে’, ‘ঝংকার বিটস্’, ‘চামেলি’, ‘হাজ়ারো খোয়াইশে এইসি’, ‘পেয়ার কে সাইড এফেক্টস্’-এর মতো সিনেমাগুলি তাঁর প্রযোজনা সংস্থার হাত ধরে মুক্তি পেয়েছিল। সম্প্রতি ‘ফোর মোর শটস্ প্লিজ়’ ওয়েব সিরিজ়ও তাঁর প্রযোজনা সংস্থা থেকেই প্রকাশ হয়। প্রীতীশ মহারাষ্ট্র থেকে শিবসেনার রাজ্যসভার সাংসদও হয়েছিলেন। তখনও শিবসেনায় বিভাজন আসেনি। এক বহুমুখী প্রতিভার ব্যক্তিত্ব ছিলেন তিনি। কবি, সাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা এবং সাংবাদিক হওয়ার পাশাপাশি সংসদীয় রাজনীতির অলিন্দেও আনাগোনা ছিল তাঁর।
পদ্মসম্মান প্রাপ্ত প্রীতীশের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন সুহেল শেঠও। সমাজমাধ্যমে সুহেল লিখেছেন, “প্রিয় বন্ধু প্রীতীশের মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত।”