অবশেষে ১০১ ঘন্টা পরে উঠল আদিবাসী কুড়মি সমাজের রেল রোকো আন্দোলন ও রাস্তা অবরোধ। আদিবাসী কুড়মি সমাজের পক্ষ থেকে অন্দোলন প্রত্যাহারের কথা ঘোষণা করলেন আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো। পুরুলিয়ার কুস্তাউর রেল স্টেশনে এবং পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে আন্দোলন প্রত্যাহারের কথা ঘোষণা করলেন অজিত প্রসাদ মাহাতো। নবান্ন থেকে চিফ সেক্রেটারির চিঠি দেওয়া হয়েছে আদিবাসী কুড়মি সমাজের প্রতিনিধিকে। আগামী ১০ এপ্রিল নবান্নে বৈঠকে বসার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু সেই চিঠি প্রত্যাহার করলেন অজিত প্রসাদ মাহাতো। তবে পাঁচ দিন ধরে চলা আন্দোলন তুলে নিল আদিবাসী কুড়মি সমাজ।
2023-04-09