পৃথিবীর নানা প্রান্তে ঘড়ি মিনার দেখা যায়। সেগুলির মধ্যে কয়েকটি বেশ নামজাদা– ভ্রমণার্থী এবং গবেষকদের প্রিয়। বিশ্বের সবথেকে খ্যাতিনামা ঘড়ি মিনার বলা হয় লন্ডনের এলিজাবেথ টাওয়ারকে। ওই মিনারের ঘণ্টার নাম বিগ বেন, তবে গোটা মিনারটিকেই লোকে সেই নামে ডাকেন। ঘড়ি মিনার এক বিশেষ ধরনের স্থাপত্য, যার মাথায় এক বা একাধিক ঘড়ি লাগানো থাকে। সেটি কোনো স্বতন্ত্র মিনারও হতে পারে, আবার কোনো ভবনের সঙ্গেও যুক্ত থাকতে পারে। বাংলার নবাবদের শহর মুর্শিদাবাদেও রয়েছে এক বিখ্যাত ঘড়ি মিনার। জেলাবাসিকে খানিকটা সেই গর্বের জায়গা করে দিল রোটারি ক্লাব অফ পুরুলিয়া।
পুরুলিয়া শহরের ব্যস্ততম এবং রাজনৈতিক সমাবেশের আকর্ষণীয় ট্যাক্সি স্ট্যান্ডে এই বিশেষ মিনারের অবস্থান। ২০১৭ সালের ১৭ ডিসেম্বর এর স্থাপন হয়। পরবর্তীতে এর নবরূপ দিল পুরুলিয়ার রোটারি ক্লাব। তারই উদ্বোধন হল আজ- নববর্ষে। রাত্রে রঙিন আলোয় আরও আকর্ষণ বাড়িয়ে তুলল এই ঘড়ি মিনারের। সময় জ্ঞান হারানো পথ চলতি মানুষের খুব কাজে দেবে এই ঘড়ি, বলে দাবি একাংশের। তিন দিক থেকে দেখা যাবে সোলার সিস্টেমে সয়ংক্রিয় এই ঘড়িগুলো। চল্লিশ ফুট উঁচু মিনারে থাকা ঘড়ি দূর থেকে দেখতে পাবেন পথচারীরা।