কার সম্বন্ধে বলছেন? কৃষ্ণনগর উত্তর বিধানসভার এই প্রার্থী মুকুল দার সম্বন্ধে মনে হয় জানেন না। একটু মাননীয়ার কাছ থেকে জেনে আসতে পারতেন।
আর এই বিখ্যাত অঙ্গভঙ্গি। কোন অভদ্র শিক্ষিত মানুষের কাছ থেকে কাম্য নয়।সম্প্রতি কৃষ্ণনগর উত্তরে তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি ‘মুকুল রায়’ নামে এক ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। সেই ভিডিওটিতে কৌশানীকে বলতে শোনা গেছে, ‘সবার ঘরে মা বোনেরা আছে। ভোটটা ভেবে দিবি।’
শুধু হাতের কাজ দেখুন !! শিক্ষা দীক্ষার বহর তো দেখাই যাচ্ছে।
বাংলার মেয়ে বলে কিছু চূড়ান্ত অশিক্ষিত মহিলাকে ভোটে নামিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জী। যদি ভোটের কথা বলেন তাহলে ইনি বোধহয় জানেননা যে রাজনীতিতে মুকুল রায় না থাকলে মমতা ব্যানার্জীর মুখ্যমন্ত্রী হওয়াই হোতনা। আর ওনাকে বিজেপি কর্মীদের হুমকি দেওয়ার সাহসও যোগাতে পারতেননা।
এনার নেত্রী তো হারছেনই। বাকী কৃষ্ণনগরবাসী নিশ্চিত করুন যেন এই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
কৃষ্ণনগরবাসী এই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করার দায়িত্ব নিশ্চয়ই নেবেন।