Kolkata Weather Today: বর্ষা আগমনের আগেই ভাসছে উত্তর, বৃষ্টি দক্ষিণবঙ্গেও, একনজরে আবহাওয়ার পূর্বাভাস

1/5উত্তর-পূর্ব ভারতের মণিপুর মিজোরাম ও নাগাল্যান্ডে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। ধীরে ধীরে আগামী দু’দিনের মধ্যে উত্তরবঙ্গ এবং সিকিমে প্রবেশ করবে বর্ষা।

2/5বর্ষা আগমনের আগেই উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। দু’দিনের মধ্যে বর্ষা ঢুকলেই বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের পাঁচ জেলা – দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টি হবে। 

3/5দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে ঝড় বৃষ্টি হবে। শুক্রবার দক্ষিণবঙ্গের আকাশ প্রধানত মেঘলাই থাকবে। বিকেলে ঝড় বৃষ্টি হতে পারে। কলকাতায় আগামী দু’দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

4/5দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে মেঘলা আকাশের জন্যে তাপমাত্রা অনেকটা কমেছে। তবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও গরম এখনই কমবে না। 

5/5শুক্রবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে৷ এর আগে বৃহস্পতিবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম, ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস৷ আর সর্বনিম্ন স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি, ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.