1/5গত পাঁচ দিন ধরে দুর্বল মৌসুমী বায়ুর প্রভাব চলছে দক্ষিণবঙ্গে। বৃষ্টি হওয়ার মতো কোনও পরিস্থিতি তৈরি হচ্ছে না বঙ্গোপসাগরের উপর। এই কারণে দুই বঙ্গে বৃষ্টির দেখা নেই।
2/5উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওড়িশা, অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে এই ঘূর্ণাবর্ত আমাদের রাজ্য থেকে এতটাই দূরে যে এর প্রভাব বঙ্গে পড়ার সম্ভাবনা খুবই কম।
3/5এদিকে মৌসুমী অক্ষরেখা অনেকটা দক্ষিণ দিকে। এর জেরে বাংলায় সক্রিয় মৌসুমী বায়ু নেই বললেই চলে। এই আবহে অস্বস্তিকর গরম সহ্য করতে হতে পারে কলকাতাবাসীকে।
4/5আগামী ৪ থেকে ৫ দিন হালকা বৃষ্টি হবে উত্তর এবং দক্ষিণবঙ্গের সব জায়গাতে। তবে বেশিরভাগ সময়টাই আকাশ পরিষ্কার থাকবে।
5/5শনিবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের কাছাকাছি থাকতে পারে।