Kolkata Weather Today: টিকিট কেটে বর্ষা আসছে দক্ষিণেও, আগমনীর তিথি প্রকাশ হাওয়া অফিসের

1/4বঙ্গে বর্ষা প্রবেশ করলেও তা উত্তরবঙ্গেই আটকে রয়েছে এখনও। তাই আগাম বর্ষা আগমনীর স্বাদ পাচ্ছে না দক্ষিণবঙ্গবাসী। এর জেরে উত্তরবঙ্গ নিয়মিত বৃষ্টিতে ভিজলেও গরমে নাজেহাল দশা দক্ষিণবঙ্গবাসীর। 

2/4আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের রবিবার দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা। ততদিন রোদের উত্তাপে ত্বক না জ্বললেও প্যাচপ্যাচে গরমে অস্বস্তিকর পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে৷ 

3/4উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি জারি থাকবে। পালা করে ঝড় বৃষ্টি হয়ে চলেছে উত্তরের পাঁচটি জেলা-সহ মালদা ও দুই দিনাজপুরে। ফলে সেখানে তাপমাত্রার পারদ আবহাওয়া অস্বস্তিকর নয়।

4/4কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশেপাশে থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দিনভর৷ এর আগে বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.