1/6দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছে বহুদিন। তাও সেভাবে বৃষ্টি দেখা যায়নি দক্ষিণে। তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
2/6নিম্নচাপের ফলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর ওড়িশা উপকুলে। এই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানা গিয়েছে।
3/6ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমের জেলাগুলির একাংশে ভারী বৃষ্টিপাত হবে আজ। আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি হবে।
4/6জামশেদপুর-দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত থাকতে পারে। এর ফলে চলতি সপ্তাহে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি হতে পারে।
5/6সোমবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
6/6এদিকে সোমবার আকাশ মেঘলা থাকবে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বিকেল বা সন্ধেয় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।