Kolkata Weather Today: লুকোচুরি খেলায় মেতেছে মেঘ-রোদ্দুর, কলকাতায় বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ

1/4আগামী ২৪ ঘণ্টা উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টির পরিমাণ আজ থেকে বাড়বে। এদিকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের কিছু অংশে ২ অগস্ট পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং ও কালিম্পংয়ে ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

2/4দক্ষিণবঙ্গে আজ শনিবার থেকে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে। ৪৮ ঘণ্টা পর্যন্ত এই পরিস্থিতি চলবে৷ তার পর থেকে তাপমাত্রা আবার কমতে থাকবে। দক্ষিণে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে, ভারী বৃষ্টির তেমন একটা সম্ভাবনা নেই।

3/4৩১ জুলাই রবিবার এবং ১ অগস্ট সোমবার একটু বেশি বৃষ্টি হবে বীরভূম, নদীয়া, উত্তর চব্বিশ পরগনায়। ৩১ জুলাই কলকাতায় বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে৷ তবে তিলোত্তমায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

4/4শনিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে কলকাতায়। দু-এক পশলা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ডিগ্রি এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের কাছাকাছি থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.