শীতের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। উত্তুরে হাওয়ার জোর কমেছে অনেকটাই। আর এই আবহে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জায়গায় তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। আর এরই মধ্যে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা। আর এদিকে রবিবার ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃীতয় টি-২০ আন্তর্জাতিক ম্যাচ হওয়ার কথা। বৃষ্টির আবহে এই ম্যাচ নিয়ে দেখা দিয়েছে সংশয়।
এদিকে আজ কলকাতায় দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি এবং ১৬ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। শুক্রবার কলকাতা এবং তার পাশ্ববর্তী অঞ্চলে রাতের তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।
আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে তাপমাত্রার পারদ আরও চড়বে রাজ্যে। রবিবার আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই রবিবার ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ বৃষ্টি বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঝঞ্ঝা কাঁটা উঁকি দিচ্ছে বাংলার দিকে। পাশাপাশি ঝাড়খণ্ডের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার সাথে উচ্চচাপের জেরে বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে ভেসে আসছে জলীয় বাষ্প। যার জেরে কলকাতা ও রাজ্যের অন্যত্র বৃষ্টি হতে পারে রবিবার থেকে। এই আবহে আপাতত হালকা ঠান্ডা অনুভূত হলেও শীতের আমেজ আর ফিরবে না।