আগামী দুই-তিন ঘণ্টার মধ্যে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনার বিভিন্ন এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রার হেরফের হবে না। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। উল্লেখ্য, বর্ষা এলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝিরঝিরে বৃষ্টি হয়েছে, কিন্তু সে ভাবে ভারী বর্ষণ হয়নি।
অন্য দিকে, উত্তরবঙ্গে জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। আগামী পাঁচ দিন উত্তরের জেলাগুলিতেও বৃষ্টি চলবে। ২৫ জুন নাগাদ ওই জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে।