1/5প্রাথমিক টেটের জন্য অতিরিক্ত মেট্রো চালানো হবে। পরীক্ষার আগে উত্তর-দক্ষিণ করিডরে আটটি ট্রেন চালানো হবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো। সেইসময় নির্ধারিত ১৫ মিনিটের পরিবর্তে টেট পরীক্ষার দিনে সাত মিনিটের ব্যবধানে মেট্রো চালানো হবে।
2/5শুক্রবার কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, আগামী রবিবার (১১ ডিসেম্বর) উত্তর-দক্ষিণ করিডরে অতিরিক্ত আটটি মেট্রো (চারটি আপ ও চারটি ডাউন) চালানো হবে। সবমিলিয়ে চলবে ১৩৮ ট্রেন (আপ অভিমুখে ৬৯ ট্রেন এবং ডাউন অভিমুখে ৬৯ ট্রেন)। প্রয়োজনে আরও বেশি সংখ্যক মেট্রো চালানো হতে পারে বলে জানিয়েছে মেট্রো।
3/5এমনিতে রবিবার ১৫ মিনিট অন্তর ট্রেন চলে। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, টেটের জন্য আগামী রবিবার (১১ ডিসেম্বর) পরীক্ষার আগে সাত মিনিটের অন্তরে মেট্রো চলবে। বিকেলের দিকে উত্তর-দক্ষিণ করিডরে ১০ মিনিটের অন্তরে মেট্রো পরিষেবা মিলবে বলে জানানো হয়েছে।
4/5কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, টেট পরীক্ষার্থীদের জন্য প্রতি স্টেশনে কর্মীরা প্রস্তুত থাকবেন। সেইসঙ্গে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ), এসপ্ল্যানেড, শোভাবাজার-সুতানটি, দমদম এবং দক্ষিণেশ্বর বাড়তি কর্মী মোতায়েন করা হবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো।
5/5রবিবার (১১ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের প্রাথমিক টেট পরীক্ষা আছে। বেলা ১২ টা থেকে পরীক্ষা শুরু হবে। চলবে দুপুর ২ টো ৩০ মিনিট পর্যন্ত। পরীক্ষার্থীদের দু’ঘণ্টা আগে ‘রিপোর্ট’ করতে বলা হয়েছে।