আগামী ১২ জানুয়ারি ও ১৯ জানুয়ারি। পর পর দুই রবিবার হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে মেট্রো চলবে না। এমনিতে রবিবার দুপুর ২টোর পর থেকে ওই রুটে মেট্রো চলাচল শুরু হয়। ওই দুই রবিবার তা-ও চলবে না।
ঘটনাটি ঠিক কী? গ্রিন লাইন ১-এ এখন সল্টলেক সেক্টর ৫ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো। ওই রুটেই এবার যুক্ত হবে হাওড়া। আর গ্রিন লাইন ২-তে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড। মেট্রোর তরফে জানানো হয়েছে, সল্টলেক-হাওড়া রুটে ট্রায়াল চলবে। ইন্টারলকিংয়ের কাজ চলবে সম্পূর্ণ লাইনে। সেকারণে রবিবার হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে বন্ধ থাকবে পরিষেবা।
এদিকে শহরের বিভিন্ন প্রান্তে যখন সম্প্রসারিত হচ্ছে মেট্রো, তখন মোটরম্যান বা চালক নিয়োগ বন্ধ। ফলে কলকাতায় মেট্রো বেনজির চালক-সংকট। পরিস্থিতি এমনই যে, রিলে অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছিলেন কর্মীরা। জি ২৪ ঘণ্টার খবরের জেরে অবশেষে কর্তৃপক্ষ। আলোচনা বসতে চেয়ে চিঠি পাঠানো হল কর্মী ইউনিয়নকে। রিলে অনশন প্রত্যাহার করে নিলেন আন্দোলনকারীরা।