Kolkata Derby: বছরের শুরুতেই ইস্ট-মোহন মহারণ! চলে ময়দান কাঁপানো বিরাট আপডেট

ক্য়ালেন্ডার বলছে আজ অর্থাৎ সোমবার ১৮ ডিসেম্বর। বছর শেষ হতে এখনও হাতে গুনে বাকি ১৩ দিন। বড়দিন আসতে এখনও সাতদিন। তবে বড়দিনের আগেই বিরাট সুখবর চলে এল বাংলার ফুটবলপ্রেমীদের জন্য়। ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান সুপার জায়ান্টের Mohun (Bagan Super Giant) সমর্থকদের কাছে যেন স্য়ান্টাক্লজ হয়ে এল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। এদিন আসন্ন কলিঙ্গ সুপার কাপের (Kalinga Super Cup 2024) গ্রুপবিণ্য়াসের সূচি প্রকাশ করেছে ফেডারেশন। সেখানে দেখা যাচ্ছে যে, একই গ্রুপে রয়েছে কলকাতা ময়দানের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান (East Bengal vs Mohun Bagan)। গ্রুপ এ-তে রয়েছে লেসলি ক্লডিয়াস সরণির ও গঙ্গাপাড়ের শতাব্দী প্রাচীন দুই ক্লাব। যার মানে, জানুয়ারি থেকে শুরু হতে চলা কলিঙ্গ সুপার কাপে ফের ‘কলকাতা ডার্বি’। মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান (East Bengal vs Mohun Bagan)। এখন প্রশ্ন কবে ওড়িশায় হবে হাইভোল্টেজ মহারণ। সূত্রের খবর, ৯ জানুয়ারি, অর্থাৎ প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচই ইস্ট-মোহন দিয়ে। যদিও এখনও পর্যন্ত ফেডারেশন এই আনুষ্ঠানিক ভাবে দিনক্ষণ ঘোষণা করেনি।

https://platform.twitter.com/embed/Tweet.html?creatorScreenName=zee24ghanta&dnt=false&embedId=twitter-widget-1&features=eyJ0ZndfdGltZWxpbmVfbGlzdCI6eyJidWNrZXQiOltdLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2ZvbGxvd2VyX2NvdW50X3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9iYWNrZW5kIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19yZWZzcmNfc2Vzc2lvbiI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZm9zbnJfc29mdF9pbnRlcnZlbnRpb25zX2VuYWJsZWQiOnsiYnVja2V0Ijoib24iLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X21peGVkX21lZGlhXzE1ODk3Ijp7ImJ1Y2tldCI6InRyZWF0bWVudCIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZXhwZXJpbWVudHNfY29va2llX2V4cGlyYXRpb24iOnsiYnVja2V0IjoxMjA5NjAwLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3RlYW1faG9sZGJhY2tfMTE5MjkiOnsiYnVja2V0IjoicHJvZHVjdGlvbiIsInZlcnNpb24iOjExfSwidGZ3X3Nob3dfYmlyZHdhdGNoX3Bpdm90c19lbmFibGVkIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19kdXBsaWNhdGVfc2NyaWJlc190b19zZXR0aW5ncyI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdXNlX3Byb2ZpbGVfaW1hZ2Vfc2hhcGVfZW5hYmxlZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdmlkZW9faGxzX2R5bmFtaWNfbWFuaWZlc3RzXzE1MDgyIjp7ImJ1Y2tldCI6InRydWVfYml0cmF0ZSIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfbGVnYWN5X3RpbWVsaW5lX3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9mcm9udGVuZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9fQ%3D%3D&frame=false&hideCard=false&hideThread=false&id=1736700662636060753&lang=en&origin=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fsports%2Fkolkata-derby-east-bengal-vs-mohun-bagan-date-announced-kalinga-super-cup-2024_500089.html&sessionId=a06e0bf42bc1875a9c5e7b2536d9142027a583bd&siteScreenName=zee24ghanta&theme=light&widgetsVersion=2615f7e52b7e0%3A1702314776716&width=550px

৯ জানুয়ারি থেকে শুরু হতে চলা সুপার কাপ শেষ হচ্ছে ২৮ জানুয়ারি, ওদিনই শিরোপা নির্ধারণকারী ফাইনাল। ওড়িশার রাজধানী ভুবনেশ্বর ও কটকে হবে  সুপার কাপের গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি। মোট চারটি গ্রুপ করা হয়েছে। সেখান থেকে একটি করে টিম সরাসরি সেমিফাইনালে। আইএসএস ও আই-লিগের দলগুলি এখানে অংশ নিচ্ছে। জানিয়ে রাখা ভালো আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত আই লিগের টেবলে প্রথম তিনে থাকা দলগুলি সরাসরি সুপার কাপে খেলবে। পরের দু’টি দলকে যোগ্য়তা অর্জনের জন্য় খেলতে হবে প্লে-অফ। অর্থাৎ চার ও পাঁচ নম্বর টিমের মধ্য়ে খেলায় যে জিতবে সেই যাবে ওড়িশায়। এই মুহূর্তে আই-লিগের শীর্ষে কলকাতার আরেক প্রধান মহামেডান। তবে রেড রোডের ধারের ক্লাব আগেই জানিয়ে দিয়েছিল যে, সুপার আপে তারা অংশ নেবে না। তাহলে আই-লিগের কোন কোন দল খেলবে সুপার কাপ? গোকুলম কেরালা এফসি, শ্রীনিধী ডেকান এফসি, শিলং লাজং এফসি, ইন্টার কাশী এবং রাজস্থান ইউনাইটেড এফসি। আইএসএল খেলা ক্লাবগুলির মধ্য়ে রয়েছে ইস্ট-মোহন, হায়দরাবাদ এফসি, কেরাল ব্লাস্টার্স, নর্থইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি, মুম্বই সিটি এফসি ও চেন্নাইয়িন এফসি, এফসি গোয়া ও বেঙ্গালুরু এফসি।

আইএসএলের প্রথম পর্বের ডার্বি স্থগিত হয়ে যাওয়ার পর এখনও দিনক্ষণ ঘোষিত হয়নি। আগামী বছর সেই ডার্বি হওয়ার কথা রয়েছে জানুয়ারি থেকে মার্চের মধ্য়ে। তার মানে দাঁড়াচ্ছে প্রথম পর্বের বকেয়া ডার্বির সঙ্গেই জুড়বে দ্বিতীয় পর্বের ডার্বি। এদিকে সুপার কাপের ডার্বি। মানে তিনটি বড় ম্য়াচ দেখতে চলেছেন ইস্ট-মোহন সমার্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.