১০০ ডায়ালে ফোন পেয়েই তৎপর পুলিস। ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার এক ব্যক্তি। হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনাস্থল, হরিদেবপুর।
পুলিস সূত্রে খবর, মৃতের নাম আভাসকুমার পাল। কেন্দ্রীয় সরকারের কমার্শিয়াল ট্যাক্স বিভাগে ডেপুটি কমিশনার পদে কর্মরত ছিলেন তিনি। এদিন সকালে শ্বশুরবাড়ি থেকে একাই হরিদেবপুরের আর এন টেগোর রোডে নিজের বাড়িতে ফেরেন আভাস।
ঘড়িতে তখন চারটে। বিকেলে বাড়িতে গিয়ে এক প্রতিবেশী দেখেন, দরজা ভিতরে থেকে বন্ধ। কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না! এরপরই আভাসের স্ত্রীকে খবর দেন তিনি। শেষে ১০০ ডায়ালে ফোন যায় লালবাজারে।
ঘটনাস্থলে পৌঁছয় হরিদেবপুর থানা পুলিস। দরজা ভেঙে ঘরে ঢুকে দেখা যায়, গলায় গামছা ফাঁস লাগিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলছেন ওই ব্যক্তি! দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় এমআর বাঙুর হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। কীভাবে মৃত্যু? ঘর থেকে সুইসাইড নোট পাওয়া যায়নি। থানায় এখনও পর্যন্ত কোন অভিযোগও দায়ের করা হয়নি। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস।